ব্লাড ব্যাংকের উদ্যেগে ২৭তম দিনের ফ্রী ইফতার আয়োজন চলবে শেষ রমজান পর্যন্ত
হোসেন মিন্টুঃ
চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানাধীন কাঠঘর মহিলা কলেজের সম্মুখে সিয়াম সাধনার মাস পবিত্র রমজানে রোজাদারদের জন্য ২৭তম দিনেও পথচারী, অসহায়, অস্বচ্ছলদের জন্য আ.জ.ম নাছির উদ্দিন ব্লাড ব্যাংকের উদ্যেগে পরিচালক জোবায়ের বাসার এর পরিচালনায় রান্না করা ইফতার সামগ্রী বিতরণ করা হয় এবং মাসব্যাপী উক্ত ফ্রী ইফতার বিতরণ অব্যহত থাকবে।আ.জ.ম নাছির উদ্দিন ব্লাড ব্যাংকের পরিচালক জোবায়ের বাসার বলেন, “সততা, ভালবাসা ও সংগঠিত হয়ে সাজাবো মোরা চারপাশ” এ স্লোগানকে ধারণ করে এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে আ.জ.ম নাছির উদ্দিন ব্লাড ব্যাংক এগিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতেও এলাকার জন্য ভালো কিছু করার আশাবাদ ব্যক্ত করেন, আ.জ.ম নাছির উদ্দিন ব্লাড ব্যাংকের পরিচালক জোবায়ের বাসার। জোবায়ের বলেন, আমাদের লক্ষ্য রাখতে হবে প্রতিবেশীদের প্রতি, খাদ্যোভাবে কিংবা অন্যকোনো ভাবে কেউ যদি কষ্টে থাকে তার পাশে দাড়ান, তাকে সাহায্য করবেন। কতিপয় অসাধু ব্যবসায়ী যারা এই রমজান মাসে দ্রব্যমূল্য বৃদ্ধি করে তাদের ব্যবসায়ী বলা যায় না। তারা এই সমাজের সবচেয়ে ঘৃণিত ব্যক্তি। রোজার শিক্ষায় ও অলি আল্লাহদের পথ অনুসরন করলে সমাজে বিশৃঙ্খলা, জঙ্গীবাদ ও সন্ত্রাসমুক্ত সমাজ প্রতিষ্ঠা সম্ভব হবে। রমজানে একসাথে ইফতার ধনী-গরীব এর মাঝে ভ্রাত্বের বন্ধন, ভুল বুঝা-বুঝি অধিকতর সুদৃঢ় হয়। সততা, নিষ্ঠা, ত্যাগ, সংযম মানবিকতা যদি থাকে, তাহলে যে কোন কঠিন কাজ সহজে হবে বলে মন্তব্য করেন তিনি। রমজানের শিক্ষা নিয়ে মানুষ ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক এবং রাষ্ট্রীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে নিজেদের পরিচালিত করলে সমাজ থেকে সকল দুর্নীতি জুলুম অন্যায় সকল মন্দ কাজের অবসন ঘটবে।

গত তিন বছরের ন্যায় এই বছর ও পথচারী, অস্বচ্ছদের জন্য উক্ত ইফতার বিতরণ পুরো রমজান মাস ফ্রীতে চলবে। রমজানের প্রকৃত ত্যাগের শিক্ষা নিয়ে পরিবার-সমাজ ও দেশ সেবাই আত্ম নিয়োগ করলে সর্বদা শৃংখলা ভঙ্গহবার সম্ভবনা থাকবে না। সমাজের প্রতিটি মানুষ এভাবে এগিয়ে আসলে এ দেশটা একদিন সামাজিকতায় ও মানবিকতায় মাথা উচু করে দাঁড়াবে। আ.জ.ম নাছির উদ্দীনের নির্দেশনায় এ কার্যক্রম চলছে এবং পুরো রমজান মাস উক্ত কার্যক্রম চলবে বলে জানান, পরিচালক জুবায়ের বাসার। তিনি আরো বলেন, পবিত্র রমজানে রোজাদার ও সমাজের অসহায় মানুষের মাঝে ফ্রী রান্না করা ইফতার সামগ্রী দিতে পেরে অত্র প্রতিষ্ঠানের সবাই আত্ম তৃপ্তি পাই। মাহে রমজান মহান আল্লাহর কাছে আত্ম নিবেদনের মাস। এ মাসে বেশি বেশি এবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য নিজেকে উজাড় করে দিতে হবে। তিনি আরো বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো রমজানের শিক্ষা। এ ধারা অব্যাহত রাখতে আমরা সর্বাত্মক চেষ্টা করবো। সুবিধা বঞ্চিত মানুষের মাঝে এ মানবিক ইফতার বিতরণ সহ বিভিন্ন সেবামুলক কার্যক্রম আ.জ.ম নাছির উদ্দিন ব্লাড ব্যাংক সবসময় সক্রিয় ভুমিকা রাখবে। ২৭তম রমজান (পবিত্র শবে কদরের দিনে) উপস্থিত ছিলেন আ.জ.ম নাছির উদ্দিন ব্লাড ব্যাংকের পরিচালক জোবায়ের বাসার। অংকন এন্টারপ্রাইজ এর স্বত্ত্বাধিকারী বাবু কুমার, পতেঙ্গা থানা ছাত্রলীগ নেতা জিকু শীল, শাহাদাত হোসেন সাদু, মুবিন, সাইম, নাজমুল সুমন, আব্দুর রহিম ফটিক, নয়ন, অভি, ফাহাদ, মাসুম, রাহাত, রাজু প্রমুখ।

নিউজটি শেয়ার করুনঃ