সীতাকুণ্ডে উপজেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমান আদালত পরিচালনা
আবদুল মামুন,সীতাকুণ্ড উপজেলা প্রতিনিধিঃ
চট্টগ্রামের সীতাকুণ্ডে পৌরসদর বাজারে দ্রব্য মূল্যের অতিরিক্ত দাম আদায় করা হচ্ছে কিনা তা যাচাইয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (২৮এপ্রিল) বেলা ১২ থেকে দুপুর ২ টা পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহাদাত হোসেন এর নেতৃৃত্বে সীতাকুণ্ড মডেল থানা পুুুুলিশের সহযোগিতায় সদরের বিভিন্ন পোশাক বিপনী বিতাণ, ফলের দোকান, হোটেল-রেস্তোরা ও সড়কে ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় বিসমিল্লাহ ফ্যাশনকে ১ হাজার ও সড়কের উপর গাড়ী রাখার দায়ে একজন সিএনজি অটোরিকশা চালকে দুুইশত টাকা জরিমানা করা হয়। অন্যদিকে আল আমিন রেস্টুরেন্টকে পঁচা বাসি খাবার পরিবেশন না করতে সতর্ক করা হয় এবং বেশ কয়েকটি পোশাক বিপনী বিতান কে অতিরিক্ত দাম নেয়ার বিষয়ে, সিএনজি অটোরিকশা চালকগণকে ট্রাফিক আইন মেনে গাড়ী পার্কিং করতে নির্দেশনা দেয়া হয়।

নিউজটি শেয়ার করুনঃ