তারাছোটা ভোর
প্রদীপ দত্ত
ছুটে চলেছে এক
দূরন্ত শামুক..
রাত ভর করে
অন্ধকারের বুকচিরে
তারস্বরে চিৎকারে।
চিন্তায় ঘুমে জেগে আছে
কোমল শিশু, আধো জাগরণে
অথবা অধচেতনে ভেবে চলেছে
সবার মন।
লগবে কতক্ষণ।
কতবাকী পাঞ্জেরী পথের
তারাকাটা রাতে ছুটে চলেছে
এক দূরন্ত শামুক।
তারাদের সাথে ছুটে চলার পাল্লায়
অবশেষ হলে ভাগফল শেষে
ক্লান্ত আবেশে ধরা দেয় রাত শেষে ভোর
এসো আলো হাতে নিয়ে খুলে দেই সব
এতদিন নাখোলা দোর।

দৈনিক নব দেশ বার্তা / কবিতা
২৬-০৪-২২

নিউজটি শেয়ার করুনঃ