সীতাকুণ্ডে অবৈধভাবে পাচারের চেষ্টাকালে সেগুন ও গোল কাঠসহ কাভার্ডভ্যান জব্দ
আবদুল মামুন,সীতাকুণ্ড উপজেলা প্রতিনিধিঃ
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় অবৈধ ভাবে কাঠ পাচার কালে সেগুন ও গোল কাঠসহ একটি কাভার্ডভ্যান জব্দ করেছে চট্টগ্রাম উত্তর বন বিভাগ।শুক্রবার (২৯এপ্রিল) আনুমানিক সকাল ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কদমরসুল এলাকা থেকে অবৈধ কাঠ বোঝায় কাভার্ডভ্যানটি জব্দ করা হয়।বিষয়টি নিশ্চিত করে ফৌজদারহাট বিট কাম চেক স্টেশন কর্মকর্তা মোঃ শাহানশাহ নওশাদ জানান,

চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোজাম্মেল হক শাহ চৌধুরীর নির্দেশে, গোপন সংবাদের ভিত্তিতে ফৌজদারহাট বিট কাম চেক স্টেশনের স্টেশন সদস্যদের নেতৃত্বে টহল দল কর্তৃক ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পথে মিনি কাভার্ডভ্যান নং ঢাকা মেট্রো-ড-১৪-৭৩০২ যোগে অবৈধভাবে কাঠ পাচারের অপচেষ্টাকালে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক কদমরসুল এলাকা হতে সেগুন গোল কাঠ সহ কাভার্ডভ্যানটি জব্দ করা হয়।অবৈধ সেগুন গোল কাঠ এবং কাভার্ডভ্যান ফৌজদারহাট বিট কাম চেক স্টেশন হেফাজতে নিয়ে আসা হয়, তাদের বিরুদ্ধে বন মামলা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুনঃ