সীতাকুণ্ডে বিশেষ অভিযান পরিচালনা করে ছিনতাইকারী চক্রের ৩সদস্যকে আটক করেছে র‌্যাব
আবদুল মামুন,সীতাকুণ্ড উপজেলা প্রতিনিধিঃ
ঈদকে সামনে রেখে চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ছিনতাইকারী চক্রের ০৩ জন সক্রিয় সদস্যকে আটক করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম। বিষয়টির সত্যতা স্বীকার করে র‌্যাব-৭ চট্টগ্রাম এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার জানান, র‌্যাব-৭, চট্টগ্রাম। বিশেষ সংবাদের মাধ্যমে জানতে পারি যে, কতিপয় দুষ্কৃতিকারী ডাকাতি করার উদ্দেশ্যে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সীতাকুণ্ড উপজেলার উত্তর ইদিলপুর এলাকার পাকা রাস্তার উপর সমবেত হয়ে অস্ত্রের ভয় দেখিয়ে রাস্তায় চলাচলকৃত গাড়ী, বিভিন্ন শ্রেণীর ব্যবসায়ী এবং ঈদের কেনাকাটা করতে আসা জনসাধারনের কাছ থেকে টাকা ও অন্যান্য মূল্যবান জিনিস ছিনতাই করার চেষ্টা করছে। উক্ত তথ্যের ভিত্তিতে শুক্রবার (২৯এপ্রিল) রাত ৯টার দিকে র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল বর্ণিত এলাকার কাছাকাছি পৌঁছালে দেখতে পায় ০৩ জন ব্যক্তি অজ্ঞাত একটি সিএনজি গাড়ী আটক করে ছিনতাইয়ের চেষ্টাকালে র‌্যাব সদস্যরা আসামী মোঃ ইমরান হোসেন পারভেজ(২০), পিতা-মোঃ ইকবাল হোসেন, সাং-দক্ষিণ মহাদেবপুর, অপর আসামী মোঃ কাওসার আমিন(১৯), পিতা-মোঃ হারুন-অর-রশিদ, সাং-ছোবাহানবাগ লাঠিয়াল বাগ, এবং সাখাওয়াত হোসেন সাকিব(১৯), পিতা-মৃত আলী, সাং-মৌলভী পাড়া, সর্ব থানা-সীতাকুণ্ড জেলা-চট্টগ্রাম’ দেরকে আটক করতে সক্ষম হয়।

পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীদের হেফাজতে থাকা এবং তাদের নিজ হাতে বের করে দেয়া মতে ০২টি ধাড়ালো চাকু উদ্ধারসহ আসামী’দেরকে আটক করা হয়। আটককৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা ঈদ উপলক্ষে ঘরমুখী সাধারণ মানুষের চলাচলের সময় পথিমধ্যে আটক করে দেশীয় অস্ত্র হুমকি ও ভয় দেখিয়ে পথচারীদের জিম্মি করে ভীতি প্রদর্শনের মাধ্যমে মূল্যবান জিনিসপত্র ও নগদ টাকা ছিনতাই এবং ডাকাতি করে বলে নিজ মুখে স্বীকার করেছে।আটককৃত আসামী এবং উদ্ধারকৃত আলামত সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাদের কে সীতাকুণ্ড মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুনঃ