সীতাকুণ্ডে পাহাড়ের পাদদেশে সড়ক উন্নয়নের কাজে দুই নাম্বার ইট ব্যবহারের অভিযোগ
আবদুল মামুন,সীতাকুণ্ড উপজেলা প্রতিনিধিঃ
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার পৌরসভাস্থ সীতাকুণ্ড ডিগ্রী কলেজ রোডের পূর্বাংশে মহাদেবপুরের প্রেমতলা এলাকায় এক কিলোমিটার সড়ক উন্নয়ন কাজে নিন্মমানের ইট ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে। এতে স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ পৌরসভার প্রকৌশলী নুর নবীর যোগসাজশে ঠিকাদার ২ নাম্বার ইট ব্যবহার করছেন। এ কাজের ব্যায় ধরা হয়েছে এক কোটি ৭ লাখ টাকা। পৌরসভা সূত্রে জানা যায়, এডিবির অর্থায়নে নগর উন্নয়ন প্রকল্পের আওতায় কলেজ রোড নামক সড়ক উন্নয়নে ২টি প্যাকেজে কাজের দরপত্র আহবান করা হয়। পশ্চিমাংশে কলেজ রোডের মাথা থেকে ডিগ্রী কলেজের পশ্চিমাংশের বরাদ্দ ধরা হয়েছে এক কোটি ৩৭ লাখ টাকা। আরেকটি অংশে কলেজের পূর্বপাশ থেকে শুরু হয়ে পাহাড়ের পাদদেশে অবস্থিত ২ নাম্বার পোল নামক স্থানের বরাদ্দ ধরা হয়েছে এক কোটি ৭ লাখ টাকা। এই অংশের কাজের ইজারা পেয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান আব্দুল্লাহ এন্টারপ্রাইজ কাজে ২ নাম্বার ইট ব্যবহার হচ্ছে বলে স্থানীয়রা অভিযোগ করেন।

তারা বলেন, প্রভাবশালী ঠিকাদার ও পৌর প্রকৌশলীর যোগ-সাজশ থাকায় কাজের মান নিয়ে কেউ কথা বলছেন না। সরেজমিনে গিয়ে দেখা যায়, মহাদেবপুর এলাকায় অবস্থিত কলেজ রোড সড়কের ২পাশে এডিবির অর্থায়নে উন্নয়ন কাজ শুরু করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। সালাউদ্দিন নামের এক মাঝির তত্বাবধানে কয়েকজন মিস্ত্রি নিন্মমানের ইট দিয়ে গাথুঁনির কাজ করছেন।এবিষয়ে জানতে চাইলে সালাউদ্দিন মাঝি ২ নাম্বার ইটের কথা স্বীকার করে বলেন, ঠিকাদার যা পাঠান তা দিয়েই কাজ করতে হয়। ২টি ট্রাকে করে ২ নাম্বার ইট পাঠিয়েছেন ঠিকাদার। পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বদিউল আলম জানান, একটি ইটও যদি নিন্মমানের ব্যবহার হয়ে থাকে সেটা অপসারণ করা হবে। এছাড়া কাজে ত্রুটি থাকলে এ কাজের বিল আটকে দেওয়া হবে। এদিকে অভিযোগ উঠায় সড়কের কাজ বন্ধ করে দিয়েছেন পৌর মেয়র।

নিউজটি শেয়ার করুনঃ