পবিত্র ঈদে দেশের সুবিধা বঞ্চিত শিশুদের পাঁশে দাঁড়ানোর আহবান—মুহাম্মদ আলী
আরজুন নাহারঃ
বছর ঘুরে এলো আবার খুশির দিন ঈদের দিন। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার শেষে আনন্দের বার্তা নিয়ে আসে ঈদুল ফিতর। এই দিনে সকল ধর্মপ্রাণ মানুষ সকাল বেলায় নতুন সাজে সেজে পাঞ্জাবী টুপি পরে ঈদের নামাজ পড়তে মসজিদে যায় এবং নামাজ শেষে একে অপরের সাথে কোলাকলির মাধ্যমে ঈদের শুভেচ্ছা বিনিময় করে থাকেন। এক বিবৃতিতে বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের মহাসচিব মুহাম্মদ আলী বলেন, বিশ্ব শান্তি সমৃদ্ধি, হিংসা বিদ্বেষ, হানাহানি এবং ধনী গরীব ভেদাভেদ ভুলে ঈদের আনন্দ ভাগাভাগি করে ঈদ উদযাপন করতে হবে এবং দেশের সুবিধা বঞ্চিত মানুষ যাতে ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয় সেদিকেও লক্ষ্য রাখতে হবে। কারণ এই রমজান বা ঈদের শিক্ষা হলো ধনী গরীব ভেদাভেদ ভুলে সকলে এক হয়ে ঈদ উদযাপন করা। তবেই রমজান বা ঈদের সঠিক শিক্ষা পুরণ হবে।

তিনি আরও বলেন, আজ সারা বিশ্ব এক ক্লান্তিকাল অবস্থায় চলছে। চাল ডাল সহ নিত‍্যপ্রয়োজনীয় জিনিস পত্রের দাম আকাশ ছোঁয়া উদ্ধর্ধ্বগতিতে মানুষ আজ দিশেহারা। এমতাবস্থায় মানুষের দুঃখ কষ্ট লাগবে সরকারের পাশাপাপাশি দেশের বৃত্তশালী সহ যার যার সাধ‍্য অনুযায়ী অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। পরিশেষে সকল মানুষের মাঝে ঈদের আনন্দ এবং সকলের সুখ শান্তি ভ্রাতৃত্ববোধ জাগ্রত হোক এই কামনা করেন তিনি।

নিউজটি শেয়ার করুনঃ