রংপুরের পীরগঞ্জে ড. ওয়াজেদ মিয়ার মৃত্যুবার্ষিকী পালিত
রংপুর জেলা প্রতিনিধিঃ
রংপুরের পীরগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে দেশ বরেণ্য প্রয়াত পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার দুপুরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক নুরুল আমীন। এতে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে বক্তব্য রাখেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী।উপজেলা আওয়ামী লীগ সম্পাদক ও পৌর মেয়র তাজিমুল ইসলাম শামীমের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার বিরোদা রানী রায়, রংপুর জেলা আ’লীগের সহ সভাপতি ছায়াদত হোসেন বকুল, উপজেলা আ’লীগের সহ সভাপতি শহিদুল ইসলাম পিন্টু, পল্লী বিদ্যুত সমিতির জেনারেল ম্যানেজার হরেন্দ্র নাথ, রংপুরের এ এস পি কামরুজ্জামান, কাবিলপুর ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম রবি প্রমুখ। এর আগে ফতেহপুর মিয়াবাড়িতে কবরে পুষ্পস্তবক অর্পণ করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ রফিকুল ইসলাম।

এদিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার ১৩তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। সকালে পীরগঞ্জের ফতেহপুরে ড. এম এ ওয়াজেদ মিয়ার সমাধিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. হাসিবুর রশীদের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা, ড. ওয়াজেদ রিসার্চ এন্ড ট্রেনিং ইনস্টিটিউট, বেরোবি শিক্ষক সমিতি এবং অফিসার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ড. ওয়াজেদ মিয়ার সমাধিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়। এ সময় বেরোবি প্রক্টর মোঃ গোলাম রব্বানী, বহিরাঙ্গন কার্যক্রম দপ্তরের পরিচালক ও শিক্ষক সমিতির সহসভাপতি সাব্বীর আহমেদ চৌধুরী, রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান ড. বিজন মোহন চাকী, লোকপ্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান মোঃ আসাদুজ্জামান মন্ডল আসাদ, ক্যাম্পাস রেডিও-এর নির্বাহী পরিচালক ড. নিতাই কুমার ঘোষ, অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এটিজিএম গোলাম ফিরোজসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। এছাড়াও বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রিয় মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

নিউজটি শেয়ার করুনঃ