তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা মূল্যের ২২ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার দুই
কুমিল্লা জেলা প্রতিনিধিঃ
কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা মূল্যের ২২কেজি গাঁজা উদ্ধারসহ মাদক ব্যবসায়ী আপন দুই ভাইকে আটক করেছে র‌্যাব-৭ চট্টগ্রাম। বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৭, চট্টগ্রাম এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার জানান, র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন তথ্যের মাধ্যমে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য কথিত গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জগন্নাথ দিঘীর পশ্চিম পাড় এলাকার একটি হোটেলের সামনে অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত মঙ্গলবার (১০মে) ১টার দিকে র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে আসামী মাসুম বিল্লাহ(২৮) এবং মিজানুর রহমান(৩৮), উভয়ের পিতা-মৃত মইদর আলী, সাং-বারাইপুর, থানা-সদর দক্ষিণ, জেলা- কুমিল্লা কে আটক করে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীদের দেখানো ও সনাক্ত মতে তাদের হেফাজতে থাকা ২টি পাটের বস্তার ভিতর থেকে ২২ কেজি গাঁজা উদ্ধারসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে, তারা পরস্পর আপন দুই ভাই যোগসাজশে দীর্ঘদিন যাবৎ সুকৌশলে মাদক দ্রব্য (গাঁজা) কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা হতে স্বল্পমূল্যে ক্রয় করে তা ফেনী, কুমিল্লা ও নোয়াখালী জেলাসহ পার্শ্ববর্তী জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট অধিক মূল্যে বিক্রয় করে আসছে বলে নিজ মূখে স্বীকার করে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৩ লক্ষ ৫০ হাজার টাকা। উল্লেখ্য, সিডিএমএস পর্যালোচনা করে মাসুম বিল্লাহ(২৮) এর বিরুদ্ধে কুমিল্লা জেলার কুমিল্লা সদর দক্ষিণ থানার, এফআইআর নং-২৭/১৬৮,তারিখ-১৭ এপ্রিল ২০২২ ইং, ধারা- ১৪৩/৩২৩/৩২৪ /৩২৫/ ৩০৭/ ৩৭৯/৫০৬ পেনাল কোড-১৮৬০ এর ১টি মামলা পাওয়া যায়। উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুনঃ