উত্তর গুজরায় বুদ্ধ পূর্ণিমা উদ্যাপিত
রাউজান উপজেলা প্রতিনিধিঃ
গত ১৫ মে, রবিবার দিনব্যাপী বুদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধপূর্ণিমায় বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। ত্রি-স্মৃতি (সিদ্ধার্থের জন্ম, বুদ্ধত্ব লাভ ও মহাপরিনির্বাণ) বিজড়িত পবিত্র বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে প্রতি বছরের ন্যায় রাউজান উত্তর গুজরাস্থ বিবেকারাম বৌদ্ধ বিহারে অষ্টবিংশতি বুদ্ধ পূজা, অগ্রশ্রাবক ও মহাশ্রাবক পূজাসহ বিভিন্ন পূর্ণকর্মাদি এবং বিকাল ৪ ঘটিকায় বুদ্ধপূর্ণিমার তাৎপর্য শীর্ষক আলোচনা সভা বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সভাপতি শাসনতিলক সুনন্দ মহাথের’র সভাপতিত্বে এবং বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ উত্তর জেলার সাধারণ সম্পাদক প্রকৌশলী ঝুলেন বড়ুয়া’র পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্মবিষয়ক মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সম্মানিত ট্রাস্টি মিথুন রশ্মি বড়ুয়া।

অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন ভদন্ত পূন্নানন্দ থের, প্রধান জ্ঞাতি ছিলেন বাংলাদেশ ডাক বিভাগের সহকারী পরিদর্শক অসিম বড়ুয়া চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে আলোচনায় অংশগ্রহণ করেন সুমনাবংশ মহাথের, ভদন্ত শান্তিলোক মহাথের, ভদন্ত সুপ্রিয়ানন্দ থের, প্রকৌশলী পলাশ বড়ুয়া, সাবেক ইউপি সদস্য চন্দ্র সেন বড়ুয়া, দুদুল কান্তি বড়ুয়া, ডা. নয়ন কান্তি বড়ুয়া, তাপস বড়ুয়া, সুনপ তালুকদার, দিলীপ বড়ুয়া, উদয় শংকর বড়ুয়া, সনজিত বড়ুয়া বিকি, তুষার বড়ুয়া প্রমুখ।

নিউজটি শেয়ার করুনঃ