জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত


জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
হোসেন মিন্টুঃ
এম.এ.লতিফ এমপি’র উদ্যোগে জননেত্রী শেখ হাসিনার ৪২তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এমপির ৩ নং জেটি গেইটস্থ দলীয় কার্যালয়ে অদ্য সকাল ১১ঃ০০ টায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ২৭নং ওয়ার্ড আওয়ামীলীগ’র সভাপতি আজিজ মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মাহবুবুল হক মিয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন-১৯৭৫ সালের ১৫ই আগস্ট জাতির জনককে সপরিবারে নির্মমভাবে হত্যার মধ্য দিয়ে দেশ থেকে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি ও উন্নয়নের ধারা ব্যহত করতে যে ষড়যন্ত্র শুরু হয়েছিল বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ১৯৮১ সালের ১৭ই মে স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমে স্বাধীনতা বিরোধীদের সে-ষড়যন্ত্র বাধাগ্রস্ত হয়েছিল। তিনি আরো বলেন-গণতন্ত্রের মানসকন্যা জননেত্রী শেখ হাসিনা স্বাধীন বাংলাদেশের বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ সমাপ্ত করেছেন। জননেত্রী উন্নয়নের এই ধারা অব্যহত রাখতে সকলকে শেখ হাসিনা ও তার মনোনীত প্রার্থীর নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। ৩৯নং ওয়ার্ড সাবেক কাউন্সিল’র মোঃ আসলাম আলোচনায় সভায় বঙ্গবন্ধু ও তার শহীদ পরিবার এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের সফলতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মোনাজাত করেন।
সিটি বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রলীগ ও মহানগর ছাত্রলীগ’র সহ-সভাপতি মোঃ ইমতিয়াজ বাবলা সঞ্চালনায় স্বদেশ প্রত্যাবর্তন দিবস আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন-২৭ নং ওয়ার্ড কাউন্সিলর শেখ জাফরুল হায়দার চৌধুরী সুবজ, ৩৯ নং ওয়ার্ড ভারপাপ্ত সাধারণ সম্পাদক আকবর হোসেন কবি, ৩৬ নং ওয়ার্ড আওয়ামীলীগ’র সহ-সভাপতি মোঃ ফরিদ কন্ট্রাক্টর, ৪০নং ওয়ার্ড আওয়ামীলীগ’র সাংগঠনিক সম্পাদক আলী আকবর, মহানগর যুবলীগ’র নেতা সালাউদ্দিন বাবর। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন-৩৭নং ওয়ার্ড আওয়ামীলীগ’র যুগ্ম-সম্পাদক সৈয়দ মোহাম্মদ হোসেন, ৩৮ নং ওয়ার্ড আওয়ামীলীগ’র আইন বিষয়ক সম্পাদক জাহিদুল আলম মিন্টু, ইউনিট আওয়ামী লীগ’র সভাপতি মোঃ ইমতিয়াজ মেম্বার, ৩৬ নং ওয়ার্ড ইউনিট আওয়ামীলীগ সভাপতি মোঃ মোক্তার ও আব্দুল মান্নান চৌধুরী, ৪১নং ওয়ার্ড যুবলীগ সভাপতি মাইনুল ইসলাম, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন রাজু, ৪০ নং ওয়ার্ড যুবলীগ সভাপতি নজরুল ইসলাম, ২৯ নং ওয়ার্ড যুবলীগ সাংগঠনিক সম্পাদক সুফিউর রহমান টিপু, সিটি কলেজের সাবেক এজিএস মোস্তাকিম আহমেদ গুড্ডু, ব্যারিস্টার কলেজ ছাত্রলীগের ভিপি জাহিদ হোসেন খোকন, মহানগর ছাত্রলীগ’র সহ-সম্পাদক মোঃ আরিফ, কর্মাস কলেজ ছাত্রলীগ সভাপতি ফখরুল ইসলাম রুবেল, সাধারণ সম্পাদক আরিফুল আলম আলভী, আওয়ামীলীগর নেতা নেছার মিঞা আজিজ, জাহেদ আলী, মহানগর যুবলীগ’র সদস্য মোঃ আক্তার হোসেন, যুবলীগ নেতা মুসলিম উদ্দিন রাহাত, মোঃ ওয়াহিদ, মোঃ শহীদ শেঠ, নুর উদ্দিন মারুফ, মু্িক্তযুদ্ধ প্রজম্মলীগ ডবলমুরিং থানার আহবায়ক মনির হোসেন মুন্না, স্বাধীনতা নারী শক্তি’র পরিচালক মাহাবুবা আরা, শাহানাজ আক্তার প্রমূখ।

Admin
এ সংক্রান্ত আরো খবর
