দেশের উন্নয়ন অগ্রগতিতে বিশ্বে প্রসংশিত শেখ হাসিনার নেতৃত্বে—বদিউল আলম
পটিয়া উপজেলা প্রতিনিধিঃ
চট্টগ্রাম উপজেলার পটিয়ায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ন সাধারন সম্পাদক মুহাম্মদ বদিউল আলম বলেছেন, ১৯৭৫ সালের ১৫ আগষ্ট দেশি-বিদেশী আন্তর্জাতিক ষড়যন্ত্র এবং বিএনপি জামায়াত মিলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ স্বপরিবারে হত্যা করে বাংলাদেশকে পাকিস্তান রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল। কিন্তু সেইদিন ভাগ্রক্রমে তার দুই কন্যা বিদেশ থাকায় প্রাণে বেচেঁ যান। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৮১ সালের ১৭ই মে দীর্ঘ নির্বাসন শেষে বাংলার মাটিতে পা রাখেন। তিনি এসে নামাজ পড়ে প্রথমে দুটি কথা বলেছিলেন- আমি সব কিছু হারিয়েছি, আমার হারাবার কিছু নেই, আমি বাংলার প্রতিটি মানুষের জন্য কাজ করতে চাই, আপনারা আমাকে সহযোগিতা করবেন, সেই থেকে অদ্যাবধি অনেক আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে বাঙ্গালী জাতির উন্নয়নে কাজ করে যাচ্ছেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ দেশের উন্নয়ন অগ্রগতিতে বিশ্বে প্রসংশিত। তিনি আরো বলেন, পটিয়ার আওয়ামী যুবলীগের কোন নেতা আজ ভাল নেই, আওয়ামীলীগের নেতাকর্মীদের শোষণ নির্যাতন করছে হুইপ। হুইপ ও তার পরিবারের কাছে আজ পটিয়াকে জিম্মি করে রেখেছে, তার লালিত সন্ত্রাসীরা যুবলীগের তিন নেতাকে হত্যার উদ্দেশ্য ব্রাশ ফায়ার চালিয়েছে। এখনো পর্যন্ত প্রশাসন কোন সন্ত্রাসীকে গ্রেফতার করতে পারেনি। অবিলম্বে দোষী এবং ইন্দনদাতাকে আইনের আওতায় আনার জন্য প্রশাসনকে জোর দাবি জানাচ্ছি। তিনি গতকাল মঙ্গলবার বিকেলে পটিয়া বাসস্টেশন চত্বরের উপজেলা ও পৌর আওয়ামী লীগ এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা ও প্রতিবাদ সমাবেশে এ কথা বলেন।

পটিয়া থানা ছাত্রলীগের সাবেক সভাপতি হুমায়ুন কবির রাশেদ এর সভাপতিত্বে এবং সাবেক ছাত্রনেতা মোহাম্মদ জসিম উদ্দিন ও আজিজুল হক মানিক এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, এডভোকেট বদিউল আলম, বীর মুক্তিযোদ্ধা আ জ ম সাদেক, বীর মুক্তিযোদ্ধা রফিক চেয়ারম্যান, পটিয়া থানা যুবলীগের সাবেক সভাপতি ব্যাংকার নরুল ইসলাম, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মোহাম্মদ আলমগীর, সাবেক ছাত্রনেতা আলী আকবর সিদ্দিকী, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহবায়ক ডি.এম. জমির উদ্দিন, সাবেক ছাত্রনেতা ও শিশু সংগঠক মোহাম্মদ সাহাব উদ্দিন, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাম্মদ সোহেল ইমরান, সাবেক কাউন্সিলর আবদুল খালেক, মহানগর যুবলীগ নেতা মোখতার আহমদ আরিফ, কামরুল হাসান মোল্লা, শ্রমিক লীগ নেতা মোঃ জামশেদুল হক, মোঃ খোরশেদ আলম, যুবনেতা ফজল আহম্মদ দৌলতী, রিটন বড়ুয়া, নজরুল ইসলাম, হাসান শরীফ, সাইফুল ইসলাম সাইফু, মোঃ ইকবাল, সুজন বড়ুয়া, সাইফুল ইসলাম শাহীন, সিদ্ধার্ত বড়ুয়া, তৌহিদুল আলম জুয়েল, মোঃ আজম, সাইফুদ্দীন ভোলা, মোঃ কামাল উদ্দিন, মোঃ ওবাইদুল, মোঃ রুনেল, মোঃ আনোয়ার, সাহাবুদ্দীন সাদি, উজ্জ্বল ঘোষ, সাইফুল ইসলাম জুয়েল, মোঃ হোসেন, মোঃ সাইফু, ছাত্রলীগ নেতা মোঃ রুবেল, বাদশা মিয়া, ছোটন, সহ আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ।

দৈনিক নব দেশ বার্তা

নিউজটি শেয়ার করুনঃ