সীতাকুণ্ডে র‌্যাবের অভিযানে ৯৮ বোতল ফেন্সিডিলসহ আটক ১
আবদুল মামুন,সীতাকুণ্ড উপজেলা প্রতিনিধিঃ
বাইক ট্রাভেলার বেশে মাদক পরিবহণকালে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাংলাবাজারস্থ এলাকা থেকে ৯৮ বোতল ফেন্সিডিলসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৭চট্টগ্রাম।বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৭চট্টগ্রাম এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার জানান, র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন তথ্যের মাধ্যমে জানতে পারে যে, একজন মাদক ব্যবসায়ী একটি মোটর সাইকেল যোগে বিপুল পরিমাণ মাদকদ্রব্য নিয়ে সীতাকুণ্ড হতে চট্টগ্রাম মহানগরীর দিকে আসছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত মঙ্গলবার (১৭মে) রাত ১১টার দিকে র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানাধীন বাংলা বাজার এলাকায় একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ী তল্লাশী শুরু করে।

এ সময় একটি মোটর সাইকেল তল্লাশী করে আসামী মোঃ মফিজুল ইসলাম(৩৮), পিতা-মোঃ সামসুল আলম, সাং-মালিপাড়া আশ্রম রোড, থানা-আকবর শাহ, জেলা-চট্টগ্রামকে আটক করে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীর কাঁধের পিছনে থাকা স্কুল ব্যাগ হতে তার নিজ হাতে বাহির করে দেওয়া মতে ৯৮টি ফেন্সিডিলের বোতল উদ্ধারসহ আসামীকে আটক করা হয় এবং উক্ত মোটরসাইকেলটি জব্দ করা হয়। আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্থানে পাইকারী ও খুচরা মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৪৯ হাজার টাকা এবং জব্দকৃত মোটরসাইকেলটির নাম্বার-চট্টমেট্রো-ল ১৬৫৪৫৯।আটককৃত আসামী এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সীতাকুুুুণ্ড মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুনঃ