বিদ্রোহী প্রাণ
———- সৈয়দুল ইসলাম
গল্প কবিতা গানে
বিদ্রোহী প্রাণে
ঝংকার তুলেছো কতো,
শোষণ বঞ্চনার
বিপন্ন মানবতার
কথা লিখেছো অবিরত।
ব্রিটিশ বেনিয়ার তরে
তোমারই কলম ঝড়ে
অন্তরে দিয়েছে নাড়া,
বিদ্রোহী কবিতা গান
ধরতে তাদের কান
পিছু করেছে তাড়া।
সাহস নিয়ে বুকে
শোষকেরই মুখে
দিয়েছো থুথুর ঝাড়ি,
কণ্ঠ থামাতে গিয়ে
জেলে যায় নিয়ে
এই ছিলো বাহাদুরি।
অভাব অনটনে
দুঃখভরা মনে
থেমে থাকেনি রণ,
সততার কাজে
মানবের মাঝে
তুমি লড়েছো সারাক্ষণ।

দৈনিক নব দেশ বার্তা
তারিখ: ২৫/০৫/২০২২

নিউজটি শেয়ার করুনঃ