বন্যার্তদের পাশে দাঁড়ানো মানবতার বড় পরিচয়—মুহাম্মদ আলী
বন্যার্তদের পাশে দাঁড়ানো মানবতার বড় পরিচয়—মুহাম্মদ আলী
আরজুন নাহারঃ
বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের উদ্যোগে ২৬ মে রোজ বৃহস্পতিবার ফাউন্ডেশনের কেন্দ্রীয় মহাসচিব মুহাম্মদ আলীর নেতৃত্বে সিলেটের বন্যা কবলিত সুনামগঞ্জে পানি বন্ধী বিভিন্ন এলাকায় শুকনো খাবার, ওষুধ, খাবার স্যালাইন ও বস্ত্র বিতরণ করা হয়। এই সময় ফাউন্ডেশনের মহাসচিব মুহাম্মদ আলী বলেন, বন্যার্তদের পাশে দাঁড়ানোই এখন মানবতার বড় পরিচয়। তিনি আরও বলেন, যেখানে মানুষের কষ্ট সেখানেই বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন ছুটে যায় তাদের পাশে।এভাবেই ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে দেশ থেকে দেশান্তরে মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমেই দেশব্যাপী এই সংগঠন সুনাম এবং মানুষের আস্থা ভালবাসা অর্জন করতে সক্ষম হয়েছে। তাই যার যার যতটুকু সম্ভব এই বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহবান জানান তিনি।
এই সময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য সেলিনা আবেদীন, ফাউন্ডেশনের কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক শেখ মোঃ শহিদুল ইসলাম, অর্থ সম্পাদক মোঃ হাফিজুর রহমান, প্রচার সম্পাদক মোঃ ফরিদ গাজী, সুনামগঞ্জ কমিটির মহিলা সম্পাদিকা লতিফা আক্তার প্রমূখ।