বাংলাদেশ পুলিশের সর্ব বৃহৎ ১২তম ব্যাচের ২যুগ পূর্তি ও পূর্ণমিলনী সম্পন
বাংলাদেশ পুলিশের সর্ব বৃহৎ ১২তম ব্যাচের ২যুগ পূর্তি ও পূর্ণমিলনী সম্পন
হোসেন মিন্টুঃ
বাংলাদেশ পুলিশের সর্ব বৃহৎ ১২তম ব্যাচের ২যুগ পূর্তি ও পূর্ণমিলনী। ১২তম ব্যাচ আধুনিক পুলিশ ফোরাম, মে’৯৮, বাংলাদেশ পুলিশ কতৃক ঢাকা রাজারবাগ বাসাবো কমিউনিটি সেন্টারে এক বিশাল আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় সার্জেন্ট সিলভিয়া বেগমের সঞ্চালনায় ১২তম ব্যাচ’র সুযোগ্য দক্ষ অফিসার হিসেবে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ পুলিশ স্টেশনে দ্বায়ীত্ব পালন করে দেশ ও জাতির সেবায় নিয়োজিত থেকে দক্ষতা ও সততার বক্তব্য রাখেন মোঃ জাহিদুল ইসলাম জসিম,
ট্রেনিং টু হেঃকোঃ বক্তব্য রাখেন মোঃ কামাল হোসেন (রমনা জোন), আরও বক্তব্য রাখেন মোঃ মিজানুর রহমান (ঢাকা জেলা), এস আই হাসান পিপিএম স্বরাষ্ট্রমন্ত্রীর প্রধান প্রটকল অফিসারসহ কক্সবাজার জেলা হতে আগত বিল্লাল হোসেন প্রমুখ। সভায় বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে দৃঢ় প্রতিঙ্গা ব্যক্ত করেন সকলেই।