মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সীতাকুণ্ডে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সীতাকুণ্ডে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
আবদুল মামুন,সীতাকুণ্ড উপজেলা প্রতিনিধিঃ
দৈনিক ভোরের কাগজ পত্রিকার প্রকাশক মোঃ হোসেন চৌধুরী এমপি ও সম্পাদক শ্যামল দত্তসহ ৫ জনের বিরুদ্ধে কুসিক নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আরফানুল হক রিফাতের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে চট্টগ্রামের সীতাকুণ্ড ভোরের কাগজ পাঠক ফোরামের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার(২৮মে) সকাল সোয়া এগারোটারর দিকে পুরানো ডিটি রোড সংলগ্ন সীতাকুণ্ড জেলা পরিষদ অডোটরিয়াম চত্বরে উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। ভোরের কাগজ পাঠক ফোরামের আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা মোঃ নুরুল হুদার সভাপতিত্বে ভোরের কাগজ এর সীতাকুণ্ড প্রতিনিধি মুহাম্মদ ইউসুফ খাঁন এর সঞ্চালনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, সাপ্তাহিক চাটগাঁর বাণীর সম্পাদক মোহাম্মদ সেলিম, বিজয় টিভির সীতাকুণ্ড প্রতিনিধি কামরুজ্জামান কামরুল, বিজয় টিভির ক্যামেরাম্যান মামুন, দৈনিক আমাদের নতুন সময় এর সীতাকুণ্ড প্রতিনিধি ইব্রাহিম খলিল, দৈনিক নব দেশ বার্তা পত্রিকার স্টাফ রিপোর্টার নান্টু পাল, ভোরের কাগজ পাঠক ফোরাম এর সদস্য সচিব শামীমা আক্তার লাভলী, সুজিত পাল, সৌরভ চৌধুরী, বীরমুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, নোয়ামিয়া কন্ট্রাক্টর, জোবায়ের চৌধুরী, মোঃ জামাল উদ্দীন, মোঃ হারুন, সপু কুমার দাশ, মোঃ ইকবাল, মারুফ চৌধুরী, আলমগীর হোসেন প্রমুখ।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা অবিলম্বে দৈনিক ভোরের কাগজ পত্রিকার প্রকাশক মোঃ হোসেন চৌধুরী এমপি ও সম্পাদক শ্যামল দত্তসহ ৫ জনের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানি মূলক মামলা প্রত্যাহারের জোর দাবী জানান।অনতিবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহার না করলে এবং কোনো সাংবাদিককে হয়রানির চেষ্টা করা হলে আগামীতে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে বলে হুশিয়ারী ব্যক্ত করেন।