উপদেষ্টা মনোনীত হলেন মসিউর রহমান রাঙ্গা এমপি “বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন’র”
আরজুন নাহারঃ
২৯ মে বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন এম জাফর উল্লাহ ও মহাসচিব মুহাম্মদ আলীর সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটিতে উপদেষ্টা হিসেবে বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধী দলীয় চীপ হুইপ ও সাবেক প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা এমপি কে মনোনীত করে চিঠি প্রেরণ করা হয়। উক্ত চিঠি মসিউর রহমান রাঙ্গা এমপি কে তুলে দেন বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের মহাসচিব মুহাম্মদ আলী।

এই সময় মসিউর রহমান রাঙ্গা বলেন, দেশের অধিকার বঞ্চিত নারী ও শিশুদের অধিকার প্রতিষ্ঠায় সরকারের পাশাপাশি বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন যেভাবে কাজ করে যাচ্ছে তা সত্যিই প্রশংসনীয়। তাই আমি এই সংগঠনের বিভিন্ন মানবিক কার্যক্রম দেখে সংগঠনের সাথে কাজ করার লক্ষে উপদেষ্টা হিসেবে যোগদানে সম্মতি প্রদান করলাম। তিনি আরও বলেন, মানবিক সকল কাজের সাথে আমি আছি এবং থাকবো ইনশাআল্লাহ। এসময় এই ধরনের মানবিক সংগঠন কে সহযোগিতা করার জন্য দেশের সকলের প্রতি আহবান জানান তিনি। এই সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য এম মহিবুর রহমান।

নিউজটি শেয়ার করুনঃ