বাশঁখালীর চাম্বলে নৌকার প্রার্থীর বেফাঁস বক্তব্য
হোসেন বাবলা, চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ      নির্বাচনী গণসংযোগে গিয়ে বেফাঁস মন্তব্য দেয়ায় বাঁশখালীর চাম্বল ইউনিয়নের চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের প্রার্থী মুজিবুল হককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন। গতকাল সোমবার (৩০মে) সন্ধ্যায় নির্বাচনের রিটার্নিং অফিসার রকোর চাকমা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সম্প্রতি এক প্রার্থীর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। যা নির্বাচন কমিশনের নজরে আসে। এমন বক্তব্য নির্বাচন আচরণবিধির সুস্পষ্ট লংঘন। এ বিষয়ে প্রার্থীকে শোকজ করা হয়েছে। আগামী দুই কার্যদিবসের মধ্যে চিঠির জবাব দিতে বলা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখতে পুলিশ প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে। প্রতিবেদন হাতে পেলে প্রার্থীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, সম্প্রতি গণসংযোগে গিয়ে মুজিবুল হকের বক্তব্যের একটি ভিডিওতে ‘ইভিএম না থাকলে রাতেই ভোট নিয়ে নিতাম এবং ভোট কেন্দ্রে নিজের মানুষ রাখার সম্পর্কিত বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নাগরিক সমাজে সমালোচনার ঝড় উঠে। ঐ প্রার্থী আঃলীগ মনোনীত নৌকার সমর্থনে এক পথসভায় হ্যান্ডমাইক দিয়ে জনগনের উদ্দ্যেশে বলেছিলেন, ‘ইভিএম না থাকলে রাতেই ভোট নিয়ে নিতাম। বিষয়টি ভালো ভাবে নজর দিয়ে নির্বাচনের রিটার্নিং অফিসার রকোর চাকমা সংবাদ মাধ্যম কে জানান, আমরা ঐ প্রার্থী (মুজিবুল হক) কে আগামী ২ দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দিয়ে জানাতে বলেছি, তা নাহলে তার বিরুদ্ধে আচরণ বিধি ভাঙ্গার ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুনঃ