মাদামবিবিরহাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ঊর্ধ্বমুখী ভবন ও ডিজিটাল ক্লাস রুমের উদ্বোধন
মাদামবিবিরহাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ঊর্ধ্বমুখী ভবন ও ডিজিটাল ক্লাস রুমের উদ্বোধন
আবদুল মামুন,সীতাকুণ্ড উপজেলা প্রতিনিধিঃ
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ৯নং ভাটিয়ারী ইউনিয়নস্থ মাদামবিবিরহাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ঊর্ধ্বমুখী ভবন ও এ উপজেলায় প্রথম ডিজিটাল ক্লাস রুম এর শুভ উদ্বোধন করা হয়েছে।বৃহস্পতিবার (২জুন) দুপুর ১২টার দিকে এ উপলক্ষে উক্ত স্কুল মাঠ প্রাঙ্গণে এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। মাদামবিবিরহাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক শেগুফতা তাসনীম। শিক্ষক পংকজ কুমার নাথ এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসনের সংসদ সদস্য ও চট্টগ্রাম উত্তর জেলা আঃলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব দিদারুল আলম।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহাদাত হোসেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী মোঃ গোলাম মোস্তফা, সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস.মোস্তফা আলম সরকার, প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ নুরচ্ছাফা, ৯নং ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজীম উদ্দীন, সহকারী শিক্ষা অফিসার তাজমেরী খাতুন, উত্তর জেলা আওয়ামীলীগের সদস্য মোঃ ইদ্রিস, ইউনিয়ন আঃলীগের সাধারণ সম্পাদক খায়রুল আজম জসীম, বিশিষ্ট ব্যবসায়ী হাজ্বী মোঃ মহিউদ্দিন, ইউপি সদস্য মোঃ নিজাম উদ্দীন, ওহিদুল আলম, কামরুল আলম, মাদামবিবিরহাট শাহজাহান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলী আজম, আবদুল শুক্কুর, স্কুল পরিচালনা কমিটির সভাপতি মোঃ আলম কন্ট্রাক্টর, সদস্য আবদুল করিম, স্থানীয় ছাত্রলীগ নেতা মোঃ শাহীন, সাইফুল, আমজাত, আলতাফ, রাকিন, আরমান, রাশেদ, রিমন, রানা, নুরু, রুবেলসহ বিভিন্ন নেতৃবৃন্দ।