এতিম শিশু
           —— সৈয়দুল ইসলাম
স্বজনহারা শিশুটি হায়
এইনা ভুবন মাঝে!
ধুলোবালি ছেঁড়া জামায়
থাকে দারুণ সাজে।
খাওয়া নাওয়া নেই যে তারই
কাঁপে থরথর,
দুঃখ কষ্টে এতিম শিশু
কাঁদে যে দিনভর।
জনেজনে হাতটি পাতে
ক্ষুধারও জ্বালায়,
ধনীর হাতের টাকাকড়ি
পড়েনি থালায়।
গরিব চেনে গরিবেরে
তাই’তো ছুটে আসে,
দশটি টাকা দিয়ে হলেও
থাকে শিশুর পাশে।
ধনী গরিব সবাই মানুষ
অহং ভুলে গিয়ে,
উপকারের হাত বাড়াবো
ভালোবাসা দিয়ে।

দৈনিক নব দেশ বার্তা / কবিতা

নিউজটি শেয়ার করুনঃ