অবৈধ দশহাজার এলপিজি গ্যাস সিলিন্ডারসহ ৯ জন সেন্ডিকেট সদস্য গ্রেফতার
আবদুল মামুন,সীতাকুণ্ড উপজেলা প্রতিনিধিঃ
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ৯নং ভাটিয়ারী ইউনিয়নের তুলাতলি গ্রামে অভিযান চালিয়ে প্রায় দশ হাজার এলপিজি গ্যাস সিলিন্ডার জব্দ এবং অবৈধ এই ব্যবসার সাথে জড়িত ৯ সিন্ডিকেট সদস্যকে আটক করেছে র‌্যাব-৭চট্টগ্রাম। র‌্যাবের সূত্র জানায়, গত দুইদিন টানা অভিযানে ফৌজদারহাট তুলাতলি এলাকা হতে অবৈধভাবে এলপিজি সিলিন্ডার কাটার পুরো সিন্ডিকেট র‍্যাবের হাতে আটক হয়েছে এবং সীলগ্যালা করে দেওয়া হয়েছে অবৈধ এলপিজি গ্যাস ও তেলের কয়েকটি ডিপো। বৃহস্পতিবার(৯জুন) সকাল ১১টার দিকে ঘটনার স্থান তুলাতলি গ্রামে গণমাধ্যমের সাথে প্রেস ব্রিফিং এর আয়োজন করে র‌্যাব-৭ চট্টগ্রাম।এসময় র‌্যাব-৭ চট্টগ্রাম এর অধিনায়ক লেঃ কর্ণেল এম এ ইউসুফ ২ দিনের অভিযানের বিস্তারিত সাংবাদিকদের কাছে তুলে ধরেন। তিনি বলেন, কতিপয় অসাধু সিন্ডিকেটের সদস্যরা দীর্ঘদিন থেকে সীতাকুণ্ড উপজেলার তুলাতলি এলাকায় জনবহুল গ্রামে অবৈধ চোরাই এলপিজি গ্যাস সিলিন্ডার সংগ্রহ করে গ্যাস সিলিন্ডার কেটে টুকরা করে বিভিন্ন রি-রোলিং মিলে লোহা হিসেবে বিক্রি করে আসছে।

এর ফলে এলাকার মানুষের জীবনের নিরাপত্তা বিঘ্নিত হওয়াসহ যেকোন সময় বড় ধরণের দূর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। বস্তুত, গ্যাস সিলিন্ডার বাইরে কাটা সর্ম্পূন নিষিদ্ধ কিন্তু আসামীরা কোন প্রকার নিয়ম নীতির তোয়াক্কা না করে লাভবান হওয়ার জন্য অবৈধভাবে এলপিজি গ্যাস সিলিন্ডার সংগ্রহ করে সেগুলো কেটে বিভিন্ন রি-রোলিং মিলে সরবরাহ করতো। র‌্যাব-৭ চট্টগ্রাম বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে গ্রহণ করে উক্ত সিন্ডিকেটের মূল হোতাদের আটক করার লক্ষ্যে ব্যাপক গোয়েন্দা নজরদারী এবং ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় গত ৮ জুন হতে ৯ জুন পর্যন্ত র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল ভাটিয়ারী ইউনিয়নের তুলাতলি এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত সিন্ডিকেটের মূল হোতাসহ নয় জনকে আটক করে। পরবর্তীতে আটককৃত আসামীদের তত্বাবধানে থাকা কুসুম এর ডিপো এবং আশেপাশের এলাকা থেকে প্রায় দশ হাজার এলপিজি গ্যাস সিলিন্ডার(যার মধ্যে আনুমানিক দুই হাজারটি কাটা অবস্থায়) এবং গ্যাস সিলিন্ডার পরিবহণের কাজে ব্যবহৃত দুুইটি ট্রাকসহ আসামীদের আটক করা হয়। আটককৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সীতাকুণ্ড মডেল থানায় হস্থান্তর করা হয়েছে।সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করার সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন র‌্যাব-৭ চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক(মিডিয়া) মোঃ নুরুল আবছার, অতিরিক্ত পুলিশ সুপার মাজফুজুর রহমান।

নিউজটি শেয়ার করুনঃ