চট্টগ্রাম জেলার পটিয়া-চন্দনাইশে পুকুরে ডুবে শিশুর মুত্যু কর্ণপুলীতে অজ্ঞাত যু্বকে লাশ উদ্ধার
চট্টগ্রাম জেলার পটিয়া-চন্দনাইশে পুকুরে ডুবে শিশুর মুত্যু কর্ণপুলীতে অজ্ঞাত যু্বকে লাশ উদ্ধার
হোসেন বাবলা, চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ
চট্টগ্রাম জেলার পটিয়া ও চন্দনাইশ উপজেলায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে এবং পৃথক ঘটনায় দুই শিশুকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পটিয়ায় পুকুরে ডুবে তৃতীয় শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে। তার নাম নিশান মল্লিক (৯)। সে উপজেলার ধলঘাট ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সুজন মল্লিকের পুত্র। গতকাল (৮জুন) বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে স্কুলের পাশের একটি পুকুরে এ ঘটনা ঘটে। ঘটনার ৩০ মিনিট পর পুকুর থেকে লাশটি স্থানীয়রা উদ্ধার করে। জানা গেছে, নিশান মল্লিক উপজেলার দক্ষিণ সমুরা শিশু বিদ্যাপীঠ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র। স্কুলের ক্লাস শেষে ছাত্ররা নিজ বাড়িতে ফিরে গেলেও নিশান তার সহপাঠীদের সঙ্গে স্কুলের মাঠে ফুটবল খেলেন। খেলা শেষে সহপাঠীদের কয়েকজন পুকুরে লাফ দেয়। এর মধ্যে সহপাঠীরা উপরে উঠতে পারলেও নিশান ডুবে যায়। স্কুলের দপ্তরি নিতাই দে জানান, স্কুল ছুটি শেষে ছাত্ররা বাড়ি ফিরলেও কয়েকজন মিলে স্কুলের মাঠে ফুটবল খেলে। এদিকে, গতকাল চন্দনাইশ উপজেলায় বৈলতলীতে পুকুরের পানিতে ডুবে নোমান (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। অপরদিকে ফাইরিয়া (৪) নামে এক শিশুকে আশঙ্কাজনক অবস্থায় চমেক হাসপাতালে ও ওয়াজিহা নামে ১১ মাসের শিশুকে চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।গতকাল দুপুর ২টায় উপজেলার বৈলতলী ইউনিয়নের রহমানের মেয়ে নোমানের পানিতে ডুবে মৃত্যু হয়। অপরদিকে, দুপুর দেড়টার সময় হাশিমপুর ইউনিয়নের ফোরকানের মেয়ে ফাইরিয়া পুকুরের পানিতে ডুবার পর আশঙ্কাজনক অবস্থায় তাকে চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে প্রেরণ করেন। গতকাল দুপুর আড়াইটায় চন্দনাইশ পৌরসভার হারলা এলাকার মো. আমিনের মেয়ে ওয়াজিহা (১১ মাস) পানিতে ডুবলে তাকে আশঙ্কাজনক অবস্থায় চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে। চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক দীপন দেবনাথ জানান, শিশু নোমানকে হাসপাতালে আনার আগে মারা যায়। অপরদিকে, শিশু ফাইরিয়াকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ এবং ওয়াজিহাকে চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে।
“কর্ণফুলী নদী থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার” কর্ণফুলী নদী থেকে অজ্ঞাতনামা আনুমানিক ২৫ বছরের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে সদরঘাট নৌ-পুলিশ। বুধবার (৮জুন) বিকেল ৪টার দিকে নদীর মন্দির ঘাট অংশ থেকে এই মরদেহ উদ্ধার করা হয়। সদরঘাট নৌ-পুলিশের ওসি এবিএম মিজানুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, কর্ণফুলী নদীর মন্দির ঘাট অংশ থেকে অজ্ঞাত পরিচয়ের ভাসমান মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃতদেহের পরনে কালো রঙের থ্রি-কোয়াটার প্যান্ট, নীল রঙের হাফ হাতা গেঞ্জি। প্যান্টের পকেটে সিলভার কালারের ব্রেসলেট ছিল। উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি, শারীরিক কাঠামো মধ্যম ধরনের, মাথায় চুল আছে। ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়েছে।