গুরুতর আহত আরও এক ফায়ার সার্ভিসকর্মীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
আবদুল মামুন,সীতাকুণ্ড উপজেলা প্রতিনিধিঃ
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ৮নং সোনাইছড়ি এলাকায় অবস্থিত কেশবপুর বিএম কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের পর ভয়াবহ বিস্ফোরণে মোঃ গাউছুল আজম(২২) নামে সীতাকুণ্ড ফায়ার স্টেশনের আরো এক ফায়ার সার্ভিসকর্মীর মৃত্যু হয়েছে। ৮দিন মৃত্যুর সাথে লড়াই করার পর অবশেষে রোববার (১২জুন) ভোরে ঢাকা শেখ হাসিনা জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারী ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ভয়াবহ অগ্নিকাণ্ডে তার শরীরের প্রায় ৭০% পুড়ে যায়।মোঃ গাউছুল আজম সাতক্ষীরা জেলার সাতক্ষীরা সদরের ১৩ নং লাপসা ইউনিয়নের মাগুড়া গ্রামের আজগর আলীর ছেলে। তার ৬ মাস বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। এনিয়ে বিএম কন্টেইনার ডিপো ট্র্যাজেডিতে ফায়ার সার্ভিসের ১০ জন কর্মীর মৃত্যু হয়েছে। উল্লেখ্য, উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের কেশবপুর এলাকায় গত ৪জুন শনিবার বিএম কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের পর স্মরণকালের ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় ফায়ার সার্ভিসের কর্মীসহ এ পর্যন্ত ৪৭ জনের মৃত্যু হয়। আহত হন প্রায় তিনশতাধিক মানুষ।

নিউজটি শেয়ার করুনঃ