বিপিএল‘র টিকেট পেল ফর্টিস এফ সিএ চ্যাম্পিয়নশিপ ফুটবল লিগের সেরা হয়ে
ক্রীড়া প্রতিবেদনঃ
চ্যাম্পিয়নশিপ ফুটবল লিগের সেরা হয়েই বিপিএল‘র টিকেট পেল ফর্টিস এফ সিএ। পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা ফর্টিস একাডেমি শেষটা জয়ে রাঙাতে পারেনি। তাতে অবশ্য হতাশা সঙ্গী হয়নি তাদের। বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের সেরা হয়েই আগামী মৌসুমের প্রিমিয়ার ফুটবল লিগে খেলার টিকেট পেল দলটি। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে গতকাল (১১জুন) শনিবার নোফেল স্পোর্টিং ক্লাবের বিপক্ষে গোলশূন্য ড্র করে ফর্টিস। ২২ ম্যাচে ১৩ জয় ও আট ড্রয়ে ৪৭ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে প্রিমিয়ার ফুটবল লিগে উঠেছে ফর্টিস। ২১ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আজমপুর ফুটবল ক্লাব। তাদের চেয়ে ১পয়েন্ট কম নিয়ে তৃতীয় স্থানে আছে নোফেল। দ্বিতীয় স্থানে থাকলেও আজমপুরকে রানার্সআপ ঘোষণা করেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

দলটির বিপক্ষে পাতানো ম্যাচের অভিযোগের বিষয়টি তদন্ত চলছে বলে জানিয়েছেন বাফুফের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী। “ফর্টিস ও নোফেল আজ ড্র করেছে। পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা ফর্টিস চ্যাম্পিয়ন। নোফেলের চেয়ে আজমপুরের পয়েন্ট বেশি, কিন্তু যেহেতু গণমাধ্যমের আসা প্রতিবেদন এবং ম্যাচ কমিশনারের অভিযোগের প্রেক্ষিতে বাফুফের পাতানো ম্যাচ শনাক্তকরণ কমিটি তাদের ম্যাচগুলো পর্যবেক্ষণ করেছে, তাদের সঙ্গে কথা বলছে, অভিযোগের ব্যাপারে তদন্ত কার্যক্রম চলছে, তাই যতক্ষণ সিদ্ধান্ত না আসছে, ততক্ষণ আমরা রানার্সআপ ঘোষণা করছি না। চ্যাম্পিয়নশিপ ফুটবল লিগ থেকে চ্যাম্পিয়ন্স ও রানার্সআপ দুই দল পাবে প্রিমিয়ার লিগের আগামী আসরে খেলার সুযোগ। মুর্শেদী জানিয়েছেন জুন মাসের মধ্যে রানার্সআপ দলের নাম ঘোষণার আশাবাদ।

নিউজটি শেয়ার করুনঃ