দ্বীনের নবী
       ———সৈয়দুল ইসলাম
মা আমেনার কোলে এলো
আসমানেরই চাঁদ,
চাঁদকে পেয়ে জগতবাসী
খুশিতে উন্মাদ।
আলো হয়ে ফুটলো ধরায়
মদিনার বুলবুল,
মা আমেনার নয়নমণি
মোহাম্মদ রাসুল।
দ্বীনের পথে দ্বীনের নবী
ছিলেন অবিচল
ছিলো ধৈর্য্য সততা আর
শক্ত মনোবল।
সত্যবাদী ন্যায়পরায়ণ
মানব প্রেমের ফুল,
দ্বীনের তরে রক্ত ঝরে
হয়না তাঁরই তুল।
দয়ার নবীর আগমনে
আঁধার হলো দূর,
তাঁরই প্রেমে আশেক হয়ে
খুঁজি রঙিন ভোর।

দৈনিক নব দেশ বার্তা / কবিতা

নিউজটি শেয়ার করুনঃ