বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের আর্থিক সহায়তার চেক হস্তান্তর
বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের আর্থিক সহায়তার চেক হস্তান্তর
আরজুন নাহারঃ
২৩ জুন বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের পক্ষ থেকে বন্যাদুর্গতদের জন্য ত্রাণ সামগ্রী বিতরণের লক্ষ্যে বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের মহাসচিব মুহাম্মদ আলীর নেতৃত্বাধীন একটি প্রতিনিধি টিম সিলেট এবং সুনামগঞ্জের উদ্দেশ্য যাত্রা করেন। এসময় বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে মহাসচিব মুহাম্মদ আলী কে আর্থিক অনুদানের চেক হস্তান্তর করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন এম জাফর উল্লাহ।
এতে আরো উপস্থিত ছিলেন, ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান রোটারিয়ান এস এম আজিজ, ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আরফান চৌধুরী আপেল, লায়ন শারমিন সুলতানা মৌ, ডাঃ মোঃ ইউসুফ খান প্রমুখ। এই সময় সিলেট ও সুনামগঞ্জে ত্রাণ বিতরণ কার্যক্রম সফল করে সহি সালামতে চট্টগ্রাম ফিরে আসার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন নেতৃবৃন্দ।