সুনামগঞ্জে বন‍্যাদুর্গতদের মাঝে বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ
আরজুন নাহারঃ
২৫ জুন বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের উদ্যোগে সুনামগঞ্জ, তাহিরপুর, বিশ্বম্ভপুর, বীর নগর, ফতেহপুর, লোকমানপুর, ফুলবড়ি, অনন্তপুর সহ বিভিন্ন এলাকায় ত্রাণ বিতরণ সম্পন্ন করা হয়।
এই সময় ফাউন্ডেশনের মহাসচিব মুহাম্মদ আলী বলেন, বানভাসি মানুষদের জন্য সারা দেশের বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ওলামা মাশায়েখ, শিল্পী গায়ক গায়িকা, সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষের পাশাপাশি বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন যেভাবে এগিয়ে আসছে তা সত্যিই মানবতার বড় একটি উদাহরণ।

তিনি আরও বলেন এই বানভাসিদের সমস্যা অচিরেই সমাধান হওয়ার নয়। তাই সবাই যার যার অবস্থান থেকে সহযোগিতা অব‍্যাহত রাখার জন্য দেশবাসীর প্রতি আহবান জানান তিনি। এই সময় ত্রাণ বিতরণের কাজে উপস্থিত ছিলেন, বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের প্রচার সম্পাদক মোঃ ফরিদ গাজী, আঃ লতিফ আহমেদ, সুনামগঞ্জ প্রতিনিধি সাংবাদিক মোঃ শফিউল আলম ও মোহাম্মদ রনি প্রমুখ। এই সময় ত্রান কাজে আর্থিক ভাবে সহযোগিতা করায় সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের মহাসচিব মুহাম্মদ আলী।

নিউজটি শেয়ার করুনঃ