স্বপ্নের পদ্মা সেতু
প্রকাশঃ ২৬ জুন ২০২২ | ৩:৪৭
স্বপ্নের পদ্মা সেতু
———সৈয়দুল ইসলাম
একুশ জেলার দ্বার খুললো আজ
পদ্মা সেতুর জন্য,
স্বপ্নের সেতু নির্মাণ করে
শেখ হাসিনা ধন্য।
ঢাকার সাথে একুশ জেলার
যোগ হলো একমাত্রা,
শেখ হাসিনার গাড়ি বহর
করলো নবযাত্রা।
শত বাধা পায়ে ঠেলে
স্বপ্ন নিয়ে বুকে,
পূর্ণ করলেন মনের আশা
হাসি সবার মুখে।
বীর বাঙালি মুগ্ধ আজই
পদ্মা সেতু দেখে,
সৎ সাহসী হিরার টুকরো
গেছেন মুজিব রেখে।
পদ্মার বুকে জ্বলছে দেখো
নানান রঙের আলো,
সফল নেত্রী শেখ হাসিনা
থাকুক সদা ভালো।
দৈনিক নব দেশ বার্তা / কবিতা