সীতাকুণ্ডে কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ
সীতাকুণ্ডে কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ
আবদুল মামুন,সীতাকুণ্ড উপজেলা প্রতিনিধিঃ
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ শীর্ষক প্রকল্পের আওতায় ৭০% ভুর্তুকি মূল্যে কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গণে চারটি ইউনিয়নের আটজন কৃষকের মাঝে কৃষি যন্ত্রপাতি কম্বাইন্ড হারভেস্ট, সিডর ও টেক্টর বিতরণ করা হয়। উপজেলা কৃষি ও পুনর্বাসন কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন এর সভাপতিত্বে উক্ত কৃষি যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি ও পুনর্বাসন কমিটির উপদেষ্টা ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এসএম আল মামুন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনান (ভূমি) মোঃ আশরাফুল আলম, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হাবিবুল্লাহ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেকের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুর উদ্দীন রাশেদ, উপজেলা প্রকৌশলী মোঃ গোলাম মোস্তফা, উপজেলা শিক্ষা অফিসার মোঃ নুরচ্ছপা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শাহআলম, ১নং সৈয়দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এইচএম তাজুল ইসলাম নিজামী, ২নং বারৈয়ারঢালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রেহান উদ্দীন, ৫নং বাড়বকুণ্ড ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাদাকাত উল্লাহ মিয়াজী, ৯নং ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজিম উদ্দীন, সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তীসহ প্রমুখ।