এক জেলা থেকে অন্য জেলায় মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ
হোসেন মিন্টুঃ
আগামী ৭ জুলাই থেকে ১৩ জুলাই পর্যন্ত সাতদিন এক জেলা থেকে অন্য জেলায় মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে মহাসড়কে মোটরসাইকেলে রাইড শেয়ারিং নিষিদ্ধ করা হয়েছে। রবিবার বিকেলে সচিবালয়ে সড়ক পরিবহণ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠক শেষে সড়ক পরিবহণ সচিব এবিএম আমিন উল্লাহ নূরী এ কথা জানিয়েছেন। তিনি জানান, ঈদের আগের তিনদিন, ঈদের দিন এবং ঈদের পরের তিনদিন, এই সাতদিন যৌক্তির কারণ ছাড়া এক জেলা থেকে আরেক জেলায় মোটরসাইকেল চলাচল করা যাবে না।

একইসঙ্গে মহাসড়কে রাইড শেয়ারিং করা যাবে না। অবিলম্বে এসব সিদ্ধান্ত অনুযায়ী পরিপত্র জারি করা হবে বলেও জানিয়েছেন সড়ক পরিবহণ সচিব। গত ২০ জুন জাতীয় মহাসড়কে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধের সুপারিশ করে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্পোরেশন বিআরটিএ। তবে যেসব জাতীয় মহাসড়কের পাশে ‘সার্ভিস রোড’ রয়েছে, সেসব মহাসড়কের সার্ভিস রোডে মোটরসাইকেল চলতে দেওয়ার পক্ষে মত দেয় সরকারি সংস্থাটি। আগের তিনবারের তুলনায় গত ঈদুল ফিতরের সময় সড়কে দুর্ঘটনা ও প্রাণহানি বেশি হওয়ার জন্য মহাসড়কে মোটরসাইকেল চলাচল বৃদ্ধিকে দায়ী করে বিআরটিএ আয়োজিত ওই কর্মশালায়। এদিকে, আজ রবিবার (৩জুলাই) মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, ঈদের আগে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলের অনুমতি দেয়ার সম্ভাবনা নেই।

নিউজটি শেয়ার করুনঃ