ভয়াবহ অগ্নিকান্ডে দেড় কোটি টাকার ক্ষতি
ভয়াবহ অগ্নিকান্ডে দেড় কোটি টাকার ক্ষতি
গোপালগঞ্জ জেলা প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কোটালীপাড়ায় ভয়াবহ অগ্নিকান্ডে ৩টি দোকান পুড়ে গেছে ও আরোও ৩টি দোকানের আংশিক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবী করেছে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা। আজ বুধবার (৬জুলাই) ভোর রাত ২টার দিকে কোটালীপাড়া উপজেলার সদরে ঘাঘর বাজারে এ ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। কোটালীপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের লিডার সিরাজুল ইসলাম এ অগ্নিকান্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, বৈদ্যুতিক সট সার্কিট থেকে ওই বাজারের সাহা সু ষ্টোর নামের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়।
আগুন চারিদিকে ছড়িয়ে পড়লে এ অগ্নিকান্ডে কানাই লাল সাহার এসএ ক্লথ স্টোর, বলরাম সাহার সাহা ক্লথ স্টোর, ভীম চন্দ্র দাসের সেতু মিষ্টান্ন ভান্ডার পুড়ে ছাই হয়ে যায়। এছাড়া অজিত সাহার সাগর ক্লথ স্টোর, কৃষ্ণ দত্তের হৃদয় বস্ত্র বিতান, দুলাল চন্দ্র সাহার মা মেডিকেল হলের মালামাল আংশিক পুড়ে ক্ষতিগ্রস্থ হয়েছে। পরে খবর পেয়ে কোটালীপাড়া এবং গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের ২টি ইউনিটের কর্মীরা ১ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। সাহা ক্লথ স্টোরের মালিক বলরাম সাহা বলেন, রাতে আমরা দোকান বন্ধ করে বাড়ি চলে যাই। রাত ২টার দিকে খবর পাই বাজারে আগুন লেগেছে। বাড়ি থেকে বাজারে এসে দেখি আমার ব্যবসা প্রতিষ্ঠানটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। আমার দোকানে প্রায় ৫০লক্ষ টাকার কাপড় ছিল। ঘাঘর বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোস্তফা কামাল বলেন, এই অগ্নিকান্ডের ঘটনায় প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে। অধিকাংশ ব্যবসায়ীরাই ব্যাংক ঋণ নিয়ে ব্যবসা করছেন। আমরা আমাদের সমিতির পক্ষ থেকে এ সকল ব্যবসায়ীর ব্যাংক ঋণের সুদ মওকুফ ও নতুন করে ঋণ দেওয়ার দাবি জানাচ্ছি।