পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন এম এ জলিল
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন এম এ জলিল
হোসেন মিন্টুঃ
পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড’র সকল সদস্য, শুভাকাংঙ্খী, শুভানুধ্যয়ী, মুসলিম উম্মা সহ সকলকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড’র প্রধান কার্যালয়ের উপ-ব্যবস্থাপনা পরিচালক এম এ জলিল।
ঈদুল আযহার এক শুভেচ্ছা বার্তায় তিনি আরও বলেন, দীর্ঘ এক বছর আনন্দের বার্তা নিয়ে আমাদের মাঝে ঘুরে এলো ঈদুল আযহা বা কোরবানির ঈদ। এই ঈদে বিশ্বের সকল ধর্মপ্রাণ মুসলমানরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষে পশু কোরবানি করে থাকেন। কোরবানির অর্থই হলো আল্লাহ্ কে সন্তুষ্টির উদ্দেশ্য পশু কোরবানির মাধ্যমে ত্যাগ স্বীকার। ধনী গরীব ভেদাভেদ ভুলে সবাই মিলে ঈদ উদযাপন করার আহবান জানান তিনি। পরিশেষে তিনি দেশবাসীকে আবারও ঈদের শুভেচ্ছা জানান ঈদ মোবারক।