মা’র চরণে সুখ
           ———-সৈয়দুল ইসলাম
মা’র আঁচলে শান্তির পরশ
তুলনা যার নাই,
অমূল্যায়ন করছি কেন
মাতৃস্নেহ ভাই?
মা থাকে আজ বৃদ্ধাশ্রমে
আমরা থাকি সুখে,
নিজের পায়ে মারছি কুড়াল
মন্দ বলে লোকে।
মা’র মনেতে কষ্ট দিলে
খোদার আরশ কাঁপে,
ধ্বংস হবে বাড়ি গাড়ি
মায়ের অভিশাপে।
মা জননীর চরণ তলে
স্বর্গ নামের সুখ,
দেবো’না আর কষ্ট মা’কে
রাখবো হাসি মুখ।
মায়ের মতো আপন কেহ
এই জগতে নাই,
থাকতে সময় মা’র চরণে
একটু খুঁজি ঠাঁই।

দৈনিক নব দেশ বার্তা / কবিতা 

নিউজটি শেয়ার করুনঃ