কোস্ট গার্ডের অভিযানে ৫৩০০ লিটার চোরাই পাম ওয়েল আটক
হাতিয়া উপজেলা প্রতিনিধিঃ
নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়া বাংলাদেশ কোস্ট গার্ড মেঘনার তীরবর্তী নলচিরা ঘাট এলাকায় অভিযান পরিচালনা করে একটি ইঞ্জিন চালিত কাঠের নৌকা থেকে ৫,৩০০ লিটার পাম ওয়েল জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ জুলাই) সকাল ৭ঃ৫০ মিনিটে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের অধীনস্থ বিসিজি স্টেশান হাতিয়া কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালী জেলার হাতিয়া নলচিরা (মেঘনার তীরবর্তী) ঘাট সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে একটি ইঞ্জিন চালিত কাঠের নৌকা থেকে ৫,৩০০ লিটার পাম ওয়েল জব্দ করে।

বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেকর্নেল এম শাফিউল কিঞ্জল জানান, দুপুরে জব্দকৃত পাম ওয়েল উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয় এবং আটককৃত কাঠের নৌকা মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুনঃ