সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ্ (রহ.) ছিলেন অত্যন্ত দুরদৃষ্টিসম্পন্ন
হোসেন মিন্টুঃ
আওলাদে রাসূল গাউসে জামান রাহনুমায়ে শরিয়ত ও তরিকত আল্লামা হাফেজ ক্বারী সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ্ (রহ.) এর ৩০তম সালানা ওরশ মোবারক বলুয়ার দিঘীর পাড়স্থ খানকায়ে কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়া এ যথাযোগ্য মর্যাদায় শরিয়ত সম্মতভাবে ১৬ দিন ব্যাপী সমাপনী দিবস সম্পন্ন হয়। ১ম অধিবেশনে বিকাল ৩ টা থেকে পবিত্র খতমে কোরআন, সহীহ বোকারী শরীফ খতম, খতমে মজমুয়ায়ে সালাতে রাসূল (দ.), দরূদে হাজারী ও দরূদে মোকাদ্দেস, খতমে গাউসিয়া শরীফ, খতমে খাজেগান শরীফ, সালাতুস সালাম, বিশেষ মুনাজাত। বাদে মাগরিব খানকা শরীফের মোতোয়াল্লী হাজী নেয়াজ আহমদ দুলাল এর সভাপতিত্বে বরকত মন্ডিত ওরশ মাহফিলে স্মারক আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সেক্রেটারি জেনারেল আলহাজ্ব আনোয়ার হোসেন। বক্তব্য রাখেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আব্দুল ওয়াজেদ, সাবেক অধ্যক্ষ মাওলানা অছিউর রহমান, শায়খুল হাদিস হাফেজ মাওলানা সোলায়মান আনসারী, আঞ্জুমান রিসার্চ সেন্টার চেয়ারম্যান বিশেষ লেখক ও গবেষক মাওলানা আব্দুল মান্নান, গাউসিয়া কমিটির চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ, মহাসচিব শাহাজাদা ইবনে দিদার, যুগ্ম মহাসচিব এড. মোছাহেব উদ্দিন বখতেয়ার, মাওলানা জালাল উদ্দিন আজহারী সহ দেশবরেণ্য ওলামায়ে কেরাম।

আলহাজ্ব ছাবের আহমদ ও অধ্যক্ষ আব্দুল মান্নান চৌধুরী’র সঞ্চালনায় মাহফিলে বক্তাগণ বলেন-হুজুর কেবলা সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ্ (রঃ) ছিলেন অত্যন্ত দুরদৃষ্টিসম্পন্ন অতি উচ্চ মর্যাদার মাতৃগর্ভের অলি। হুজুর কেবলার প্রতিষ্ঠিত গাউসিয়া কমিটি আজ সারা বিশ্বে শরিয়ত, তরিকত, দ্বীন, মাযহাব মিল্লাত ও মানবসেবায় এক অনন্য উজ্জ্বল ভূমিকা পালন করে যাচ্ছে। এসময় আরও উপস্থিত ছিলেন নুর মোহাম্মদ আলকাদেরী (রহ.)’র সাহেবজাদাগণের মধ্যে উপস্থিত ছিলেন আলহাজ্ব সাব্বির আহমদ, হাজী নুর আহমদ পিন্টু, হাজী সিদ্দিক আহমদ, মুহাম্মদ কাশেম, আলকাদেরী পরিবারের মধ্যে গাজী মুহাম্মদ গজনবী, মুহাম্মদ গোলাম মহিউদ্দিন, মুহাম্মদ নুরুল হাসান, মুহাম্মদ আহমদ ইমু, আব্দুল মান্নান, চট্টগ্রাম দক্ষিণ জেলা গাউসিয়া কমিটির সাধারণ সম্পাদক হাবিব উল্লাহ মাস্টার, সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর, মঈনুদ্দীন ফারুক, চসিক প্রকৌশলী মির্জা ফখরুল কাদের প্রমুখ। পরিশেষে পবিত্র সালাতুস সালাম ও আখেরী মুনাজাত শেষে বাদে এশা সকলের মাঝে তবারুক বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুনঃ