সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে সাতটি ঘর পুড়ে ছাঁই ১০লক্ষ টাকা মূল্যের সম্পদের ক্ষয়ক্ষতি
আবদুল মামুন,সীতাকুণ্ড উপজেলা প্রতিনিধিঃ
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় আগুন লেগে জেলে পরিবারদের ৭টি বসতঘর পুড়ে ছাঁই হয়ে গেছে। রবিবার(১৭জুলাই) দুপুর ২টার সময় উপজেলার ৫নং বাড়বকুণ্ড ইউনিয়নের ভূলাইপাড়া গ্রামের জেলে পাড়ায় এ ঘটনা ঘটে। আগুন লাগার খবর পেয়ে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় অন্তত প্রায় ১০ লক্ষ টাকার সম্পদ ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন ক্ষতিগ্রস্ত জেলে পরিবারগুলো।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দুপুর ২টার সময় উপজেলার বাড়বকুণ্ড জেলে পাড়া গ্রামের বিশ্বনাথের ঘরে থাকা গ্যাসের চুলা থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যে তা আশপাশে ছড়িয়ে পড়ে। এসময় ফায়ার সার্ভিসকে খবর দিলে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু এর আগেই ৭টি ঘর পুড়ে ছাঁই হয়ে যায়। সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, একটি পরিবারের রান্নার ঘরে থাকা গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়। ঐ ঘর থেকে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।বসতঘরের সমস্ত মালামাল পুড়ে ছাঁই হয়ে যায়।

নিউজটি শেয়ার করুনঃ