সীতাকুণ্ডে বিষধর সাপের কাঁমড়ে এক গৃহবধূর মৃত্যু
সীতাকুণ্ডে বিষধর সাপের কাঁমড়ে এক গৃহবধূর মৃত্যু
আবদুল মামুন,সীতাকুণ্ড উপজেলা প্রতিনিধিঃ
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় বিষাক্ত সাপের কাঁমড়ে সাইমা করিম লিমা(২৩) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯জুলাই) সন্ধ্যা ৬টার দিকে ১নং সৈয়দপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পশ্চিম বাকখালী দোয়াগাজীপাড়া গ্রামে এঘটনা ঘটে। নিহত সাইমা করিম লিমা ৪নং মুরাদপুর ইউনিয়নের বশরত নগর গ্রামের মুনসুর আলী মিজী বাড়ীর রাজ্জাক আলী সুজনের স্ত্রী। মাত্র ৩ মাস আগে সাইমা করিম লিমার সাথে রাজ্জাক আলী সুজনের বিয়ে হয়।
জানা যায়, মঙ্গলবার সন্ধ্যা মাগরিবের নামাজের পরে তার বাপের বাড়ীর ঘরের বাইরে একটি বিষাক্ত সাপে দংশন করে। বাড়ীর লোকজন আহতবস্থায় তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যাই।রাত ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক সাইমা করিম লিমাকে মৃত ঘোষণা করেন। সাইমা করিম লিমার অকাল মৃত্যুতে তার জম্মস্থান দোয়াগাজী পাড়া এবং শ্বশুরবাড়ীর এলাকা বশরত নগর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।