সীতাকুণ্ডের সমুদ্র উপকূল থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
সীতাকুণ্ডের সমুদ্র উপকূল থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
আবদুল মামুন,সীতাকুণ্ড উপজেলা প্রতিনিধিঃ
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ১নং সৈয়দপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পশ্চিম সৈয়দপুরের বেড়িবাঁধ এলাকা থেকে অজ্ঞাত (২৭) যুবকের লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। বুধবার (২০জুলাই) বিকাল ৪টার দিকে সমুদ্রে জোয়ারের পানিতে ভেসে আসা লাশটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।খবর পেয়ে কুমিরা নৌ পুলিশের একটি দল বেড়িবাঁধ এলাকা থেকে লাশটি উদ্ধার করেন।ধারণা করা হচ্ছে লাশটি ২/৩ দিন আগের।
এব্যাপারে নৌ পুলিশের ইনচার্জ ইকরাম উল্লাহ জানান, বিকালে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের সমুদ্র উপকূলে একটি অজ্ঞাত যুবকের লাশের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করি। এরপর সুরতহাল প্রতিবেদনের পর লাশটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে মৃতদেহটি ২/৩ দিন আগের।এব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।