সীতাকুণ্ডে তৃতীয় দফায় ৩৮টি গৃহহীন পরিবারের মাঝে জমিসহ ঘর বিতরণ
আবদুল মামুন,সীতাকুণ্ড উপজেলা প্রতিনিধিঃ
দেশে কেউ গৃহহীন থাকবে না, প্রধানমন্ত্রীর ঐ ঘোষণা অনুযায়ী মুজিব শতবর্ষ উপলক্ষ্যে সারা দেশে ভূমিহীন ও গৃহহীনদের মাঝে ঘর নির্মাণ করে দিচ্ছে সরকার। প্রতিটি ঘরে ২টি থাকারকক্ষ, ১টি করে বারান্দা, রান্নাঘর ও বাথরুমসহ নানান ধরণের সুযোগ-সুবিধা রাখা হয়েছে। ভূমিহীনদের কে দুর্যোগ সহনীয় করে ঘরগুলো নির্মাণ করে দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন ও গৃহহীন পরিবারদের মাঝে ৩য় দফায় ভূমিসহ গৃহ প্রদান হস্তান্তরের অনুষ্ঠানের অংশ হিসাবে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ২৬২২৯ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ হস্তান্তর অনুষ্ঠান বৃহস্পতিবার (২১জুলাই) সকাল ১০ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়ালী উদ্বোধনের মধ্য দিয়ে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ৩য় পর্যায়ে সীতাকুণ্ড উপজেলায় প্রধানমন্ত্রীর উপহারের বাড়ীতে এবার মাথা গোঁজার ঠিকানা হয়েছে দুস্থ-অসহায় ভূমিহীন ও গৃহহীন ৩৮টি পরিবারের।

এই ঘরে জীবনের গল্প পরিবর্তনের পাশাপাশি ভাসমান জীবনের লজ্জা ঘুচে যাওয়ার স্বপ্ন দেখছে সুবিধাভোগী পরিবারগুলো। ৩য় দফায় এসব ঘর নির্মাণ করা হয়েছে উপজেলার জঙ্গল সলিমপুর সিডিএ এলাকায়।সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহাদাত হোসেনের সভাপতিত্বে ও সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ আশরাফুল আলমের সঞ্চালনায় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সীতাকুণ্ড উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আঃলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব এস এম আল মামুন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ আলমগীর, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ শাহআলম, উপজেলা কৃষি অফিসার ও কৃষিবীদ মোঃ হাবিবুল্লাহ, ৯নং ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজীম উদ্দীন, ১০নং সলিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সালাউদ্দীন আজীজ, সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী, সীতাকুণ্ড প্রেসক্লাবের সাবেক সভাপতি এম সেকান্দর হোসাইনসহ প্রমুখ।

নিউজটি শেয়ার করুনঃ