অসুস্থ চিন্ময় পালকে চিকিৎসা সহায়তা প্রদান
অসুস্থ চিন্ময় পালকে চিকিৎসা সহায়তা প্রদান
আরজুন নাহারঃ
চট্টগ্রাম পাহাড়তলী থানাধীন হরি মন্দির বাড়ির এক বাসিন্দা চিন্ময় পাল দীর্ঘদিন যাবত মাইল্ড স্ট্রোক রোগে আক্রান্ত হয়ে কর্মহীনভাবে অনেক কষ্টে দিনযাপন করছে। তার পরিবারের কর্ম করার মতো কেউ নাই ফলে অনেক কষ্টে দিন কাটাচ্ছেন পরিবারটি। এমতাবস্থায় ২২ জুলাই রোজ শুক্রবার বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের পক্ষ থেকে চিন্ময় পাল এর হাতে আর্থিক চিকিৎসা সহায়তা ও নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী প্রদান করা হয়। উক্ত চিকিৎসা সহায়তা চিন্ময় পালের হাতে তুলে দেন ফাউন্ডেশনের মহাসচিব মুহাম্মদ আলী।
এই সময় উপস্থিত ছিলেন, ফাউন্ডেশনের যুগ্ম মহাসচিব উৎপল কুমার দাস, মোঃ ফয়জুল আলম প্রিন্স, মোঃ জিয়াউল ইসলাম প্রমূখ। এই সময় সমাজের বিত্তশালীদেরকে মানবতার কল্যাণে এগিয়ে আসার জন্য উদাত্ত আহবান জানান ফাউন্ডেশনের মহাসচিব মুহাম্মদ আলী।