সীতাকুণ্ডে এক লাখ ৩৩হাজার ভোল্টের বিদ্যুতের খুঁটিতে ভারসাম্যহীন যুবক স্থানীয়দের পরার্মশে আযান দেওয়ার মাধ্যমে উদ্ধার
সীতাকুণ্ডে এক লাখ ৩৩হাজার ভোল্টের বিদ্যুতের খুঁটিতে ভারসাম্যহীন যুবক স্থানীয়দের পরার্মশে আযান দেওয়ার মাধ্যমে উদ্ধার
আবদুল মামুন,সীতাকুণ্ড উপজেলা প্রতিনিধিঃ
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় এক লাখ ৩৩ হাজার ভোল্টের উচ্চ ক্ষমতাসম্পন্ন বিদ্যুতের খুঁটিতে উঠে পড়ে মোঃ নাছির উদ্দীন(২৯) নামে এক ভারসাম্যহীন যুবক। নানা কৌশলে তাকে বিদ্যুতের খুঁটি থেকে নামানোর চেষ্টা করছিলেন ফায়ার সার্ভিসের কর্মীরা। কিন্তু কারো কথায় বিদ্যুতের খুঁটি থেকে নামানো যাচ্ছিল না তাকে। পরে স্থানীয়দের পরামর্শে বিদ্যুতের খুঁটির নিচে আযান দিতে থাকেন স্থানীয় এক মোয়াজ্জিন। আযান শুনতে শুনতে বিদ্যুতের খুঁটি থেকে নেমে আসেন ঐ ভারসাম্যহীন যুবক। বৃহস্পতিবার (২১জুলাই) সকাল ১১টার দিকে ৯নং ভাটিয়ারীর ইউনিয়নের বিএসবি হাসপাতাল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নাসির উদ্দীন নোয়াখালী জেলার সেনবাগ থানার ইয়ারপুর এলাকার বদি মিয়ার বাড়ীর মোঃ সিরাজ বাবুর্চির পুত্র। বর্তমানে ভাটিয়ারী ইউনিয়নের জঙ্গল ভাটিয়ারী এলাকায় ঠিকানা বিহীন হিসেবে রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার এক লাখ ৩৩ হাজার ভোল্টের প্রায় দুইশত ফুট উঁচু বিদ্যুতের খুঁটির উপরে নাসিরকে দেখতে পায় স্থানীয় লোকজন। বিদ্যুতের খুঁটিটির নিচে কাটা তার দিয়ে ঘেরা ছিল।পরে তারা জরুরী সেবা ৯৯৯ নম্বরে কল দেয়। সেখান থেকে কল পেয়ে ঘটনাস্থলে আসেন কুমিরা ফায়ার সার্ভিসের ফায়ার কর্মকর্তা কাজী মোঃ নোমানের নেতৃত্বে একটি টিম। একই সময়ে ঘটনাস্থলে এসে উপস্থিত হন ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির এসআই পার্থ সারথীর নেতৃত্বে পুলিশের একটি টিম। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী বিভিন্ন কৌশলে তাকে নামিয়ে আনার চেষ্টা করতে থাকেন। কিন্তু নাসির কারো কথা শুনছিলেন না। পরে স্থানীয়দের পরামর্শে একজন মোয়াজ্জিন দিয়ে বিদ্যুতের খুঁটির নিচে আযান দিতে থাকেন। ৭/৮ বার আযান দেওয়ার পর নাসির নিজে থেকে বিদ্যুতের খুঁটি থেকে নিচে নেমে আসেন। বিদ্যুতের খুঁটি থেকে নামার পর জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। পরে মাথায় ও মুখে পানি দিলে তার জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফিরে পেয়ে জ্বীন তাকে বিদ্যুতের খুঁটির উপরে তুলেছে বলে তিনি দাবি করেন। এছাড়াও সৎ মায়ের বিভিন্ন নির্যাতনের কারণে তিনি মানসিক রোগে ভুগছেন বলেও জানান। এ ব্যাপারে জানতে চাইলে কুমিরা ফায়ার সার্ভিসের ফায়ার কর্মি নাজমুল আহসান জানান, প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে যুবককে উদ্ধার করা হয়েছে। উদ্ধারের পর অজ্ঞান হয়ে পড়লে মাথায় ও মুখে পানি দেওয়ার পর জ্ঞান ফিরে আসে। গত এক মাসের মাথায় নাছির এই পর্যন্ত ৩ বার এক লাখ ৩২ হাজার ভোল্টের বিদ্যুতের খুঁটিতে উঠে পড়েছিল। আমারা এই নাসিরকে নিয়ে মহা বিপদে রয়েছি। ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির এসআই পার্থ সারথী সাহাও ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।