চবিতে ছাত্রী যৌন নিপীড়নের সাথে জড়িতদের কঠোর শাস্তির আওতায় আনতে হবে
আরজুন নাহারঃ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রী যৌন নিপীড়নের সাথে জড়িতদের কঠোর শাস্তির দাবি জানান বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের মহাসচিব মুহাম্মদ আলী। তিনি বলেন এসব ঘটনার দ্রুত ও উপযুক্ত বিচার না হওয়ায় এই ধরনের ঘটনা প্রতিনিয়ত বেড়েই চলছে। রবিবার (২৪জুলাই) এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি। মুহাম্মদ আলী বলেন, বর্তমানে নারী নির্যাতন, শিশু নির্যাতন ও যৌন নিপীড়নের মতো ঘটনা দিন দিন বেড়েই চলছে, এর কারণ হলো বিচারহীনতা। সরকার ধর্ষণের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি ঘোষণা করার পরও দেশ থেকে এই ধরনের ঘটনা কোন অংশে কমে আসেনি বরং বেড়েই চলছে।

তাই এই ধরনের ঘটনার সাথে জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে কঠিন শাস্তির ব‍্যবস্থা করতে হবে। তার পাশাপাপাশি সামাজিক আন্দোলনেরও বিকল্প নাই বলে তিনি মন্তব্য করেন। তিনি আরও বলেন, পাড়া-মহল্লা, স্কুল- কলেজ, বিশ্ববিদ্যালয় এবং মাদ্রাসা সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান এমন কি সকল কর্মক্ষেত্রও সচেতনামুলক প্রচারভিযান জোরদার করতে হবে। এই বিবৃতিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রী যৌন নিপীড়নের সাথে জড়িতদের গ্রেফতার করায় র‍্যাব প্রশাসনকে ধন্যবাদ জানানোর পাশাপাশি অতিদ্রুত যৌন নিপীড়নের সাথে জড়িত দোষীদের শাস্তির দাবি জানান তিনি।

নিউজটি শেয়ার করুনঃ