সাংসারিক উদাসীনতা নির্লোভ ও সততার মাধ্যমে দলের নেতৃত্ব দিয়েছিলেন মরহুম আয়ুব আলী
হোসেন মিন্টুঃ
গত ৩০ জুলাই বিকালে নগরীর প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে অনুষ্ঠিত জামাল খান ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে জামাল খান আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মরহুম আইয়ুব আলীর ২৫তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় বক্তারা বলেন, ব্যক্তিগত সাংসারিক উদাসীনতা, নির্লোভ ও সততার মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়নের লক্ষ্যে স্বাধীনতাত্তোর ও পরে দলের নেতৃত্ব দিয়েছিলেন মরহুম আইয়ুব আলী। ওয়ার্ড সভাপতি আবুল হাশেম বাবুলের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিথুন বড়ুয়ার পরিচালনায় অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহতাব উদ্দিন চৌধুরী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পটিয়া উপজেলার চেয়ারম্যান দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সফর আলী, মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সৈয়দ হাসান মুহাম্মদ শমসের, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক চন্দন ধর, মহানগর আওয়ামী লীগ নেতা জামশেদুল আলম, মহানগর আওয়ামী লীগ কার্যনির্বাহী কমিটির সদস্য প্রকৌশলী বিজয় কিষান চৌধুরী। বক্তব্য রাখেন, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি জহিরুল ইসলাম চৌধুরী জহির, জামাল খান ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমন, হাজী মুহাম্মদ শাহাবুদ্দীন, সৈয়দুল আলম, বাবুল দেব রায়, মৃদুল কুমার দাশ, মোঃ আইয়ুব, ইকবাল আহমেদ ইমু, যুবলীগ নেতা হুমায়ুন কবির মাসুদ, মোঃ আজিম উদ্দিন, ফরহাদুল ইসলাম চৌধুরী রিন্টু, মহানগর ছাত্রলীগের সহ-সম্পাদক শৈবাল দাশ, পুলম দেব ভূবন, ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি জোবায়ের আলম আশিক, সাধারণ সম্পাদক মোঃ শাহীন আলম। স্মরণ সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতিমন্ডলী, সম্পাদক মন্ডলী ও সদস্যদের মধ্যে মোঃ এনামুল হক, মোঃ জাহাঙ্গীর আলম, চিত্তরঞ্জন সরকার, আহমদ সোবহান, মোঃ জাহাঙ্গীর মোস্তফা, অনিল দাশ, শামসুদ্দীন নুরী, রঞ্জন রশ্মি বড়ুয়া, মোঃ ইমতিয়াজ আহমেদ, ডা. মঈনুল ইসলাম, আবু ফরহাদ চৌধুরী সাবু, তৌহিদুর রহমান, এটিএম আহসান উল্লাহ খোকন, আহমদ আবু মনজুর, মোঃ শুক্কুর, মাসুদ আলী, নির্মল চন্দ্র দাশ, সুভাষ দেব, শরফুদ্দীন মাহী, কাঞ্চন চৌধুরী, সায়েদুল হক, উত্তম সেন, মোঃ সাইফুল ইসলাম, মহরম হোসাইন, সাধন চন্দ্র বড়ুয়া, সুশীল মজুমদার, মোঃ সালাহ উদ্দিন, মোঃ জাহেদ মিয়া, জাহেদুল ইসলাম মঞ্জু, ইসমাইল উদ্দিন লিটন, সুচিত্রা গুহ টুম্পা, অঞ্জন দত্ত, মোঃ শফিক, মোঃ হায়দার, মোঃ নুরুল ইসলাম, মোঃ নুরুল হক প্রমুখ। সভা শেষে মরহুম আইয়ুব আলীর পুত্র কারা পরিদর্শক আব্দুল হান্নান লিটন তার পিতাকে স্মরণ করার জন্য দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুনঃ