রাস্তা নয় যেন “মরন ফাঁদ” চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন বন্দরটিলা এলাকা
তানবীর হোসেন,চট্টগ্রামঃ
চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন বন্দরটিলা এলাকায় স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী, শ্রমজীবী ও সাধারণ মানুষের দুর্ভোগের নাম বন্দরটিলা থেকে ইপিজেড মোড় পর্যন্ত সড়ক নয় যেন “মরণ ফাঁদ”। দীর্ঘদিন ধরে সড়কটি বড় বড় খানাখন্দে ভরা, সামান্য বৃষ্টি নামলেই তলিয়ে যায় রাস্তা। মাঝেমধ্যেই এই সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে উল্টে যাচ্ছে রিকশা, ভ্যান, মিনি ট্রাক, আটকে পড়ছে প্রাইভেটকার ও মালবাহী কাভার্ডভ্যান। শিল্প এলাকা হওয়ায় কয়েক লাখ লোক প্রতিদিন দুর্ভোগকে সঙ্গী করে এই সড়ক দিয়ে যাতায়াত করলেও সড়কটি মেরামতে তেমন কোনো উদ্যোগ চোখে পড়েনি। রাস্তায় পানি জমে থাকাতে গর্ত বুঝা না যাওয়ার কারনে নিজের অজান্তেই অনেকে সেখানে পড়ে আহত হচ্ছে, কাপড় নষ্ট হচ্ছে। কোথাও কোথাও সড়কের মাঝখানে বিপদজনক স্থানে বাশঁ দিয়ে চিন্হ দেয়া হয়েছে। অন্য দিকে পানি নিষ্কাশনের জন্য ড্রেনেজ ব্যবস্থা না থাকায় ময়লা আবর্জনায় সড়কটি একাকার হয়ে যায়। এসব পানি আর ময়লা মারিয়ে প্রতিনিয়ত পেটের তাগিদে কারখানায় আসা যাওয়া করছেন পোশাক তৈরি কারখানার শ্রমিকরা। লোকাল বাসে উঠলে রাস্তার এই বেহাল দশার কারনে প্রতিনিয়ত লোকজন গালি-গালাজ করতে শুনা যায়। এমপি এবং মেয়র কেউ বাদ পড়ছে না গালি থেকে। জব্বার মার্কেটের এক দোকানী বলেন, দীর্ঘদিন ধরে সড়কটি খারাপ হওয়ায় দুর্ভোগ নিয়ে মানুষ চলাচল করছে, সড়কের বেহাল দশার কারনে লোকজন দোকানে আসতে না পারায় ব্যবসা মন্দা যাচ্ছে। কর্তৃপক্ষ যদি গুরুত্ব দিয়ে রাস্তাটি ঠিক করে দেয় তাহলে আমাদের অনেক উপকার হবে।

দৈনিক নব দেশ বার্তা / জনদুর্ভোগ

নিউজটি শেয়ার করুনঃ