শুধু চাকরির পরিক্ষার বেলায় নিয়ম “সব জায়গায় অনিয়ম”
আরজুন নাহারঃ
আজ (৬আগষ্ট) সারাদেশ ব্যাপী অনুষ্ঠিত হয় “সহকারী স্টেশন মাস্টার” পদে নিয়োগ পরিক্ষা।পরিক্ষাটি বিভাগীয় শহরগুলোতে অনুষ্ঠিত এবং প্রবেশপত্রে সঠিক ঠিকানা থাকায় সব পরিক্ষা কেন্দ্রে অনেক পরিক্ষার্থী দিতে পারেনি। উল্লেখ্য যে, প্রবেশপত্রে সঠিক ঠিকানা না থাকায় পরিক্ষার্থীরা অন্য ঠিকানা চলে যায় এবং পূনরায় কেন্দ্রে এসে আর পরিক্ষা হলে প্রবেশ করতে পারেনি। এমনই একটি ঘটনা ঘটে “বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয় এবং কলেজ” চট্টগ্রামে। পরিক্ষার সময় ছিল ৩ঃ৩০ মিনিট কিন্তু উল্লেখিত কেন্দ্রে ৩ টায়ও কোন পরিক্ষার্থীকে প্রবেশ করতে দেওয়া হয়নি বলে পরিক্ষার্থীদের অভিযোগ। এ বিষয়ে উপস্থিত ম্যাজিস্ট্রেট এর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমাকে ৩ টায় গেইট বন্ধ করে দেওয়ার নির্দেশনা আছে, আমি ৩ টার পর কাউকে প্রবেশ করতে দিতে পারব না। পরিক্ষার্থীদের অভিযোগ, পরিক্ষাটি বিভাগীয় শহরে হচ্ছে আমরা অনেক দূরদূরান্ত থেকে এসেছি। তারপর প্রবেশপত্রে সঠিক ঠিকানা দেওয়া নেয়। তারপরও আমরা ৩ টায় উপস্থিত হয়েছি কিন্তু আমাদের প্রবেশ করতে দেওয়া হয়নি। তারা এ বিষয়ে উর্ধ্বতন কর্মকতাদের দৃষ্টি আকর্ষণ করেছেন।

দৈনিক নব দেশ বার্তা / অনিয়ম 

নিউজটি শেয়ার করুনঃ