যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধরের ঘটনায় স্বামীকে জেল ও জরিমানা

হোসেন মিন্টুঃ

চট্টগ্রাম আদালত ৫০ হাজার টাকা যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধরের ঘটনায় স্বামীকে সাজা ও জরিমানা করেছেন বিচারক।

গতকাল সোমবার (৮জুলাই) মহানগর ম্যাজিস্ট্রেট জুয়েল দেবের আদালতে আসামিকে ১ বছর ও ২ মাসের সশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানা করেন। জরিমানার টাকা অনাদায়ে আরো এক মাসের কারাদণ্ডাদেশ দেন আদালতের বিচারক।

সাজাপ্রাপ্ত আসামি হচ্ছেন চাঁদপুর জেলার আবদুস সোবহানের ছেলে মোহাম্মদ আনোয়ার হোসেন(৪৭)।

লিগ্যাল এইড চট্টগ্রামের তত্বাবধানে পরিচালিত এই মামলায় দায়িত্ব পালনকারী প্যানেল আইনজীবী অ্যাড. মোঃ সালাহ উদ্দিন চৌধুরী রোকন জানান, মামলায় আসামির বিরুদ্ধে আনা অভিযোগ আমরা সাক্ষ্য প্রমাণ সহকারে আদালতের সামনে উপস্থাপন করতে সক্ষম হয়েছি। এ কারনে আদালতের বিচারক তাকে উল্লেখিত সাজা ও জরিমানা প্রদান করে রায় দিয়েছেন।

মামলার বিবরণ থেকে জানা গেছে, ২০১৭ সালের ১ জুলাই সকাল ১০ টায় বাদীনি জাহেদা বেগম(৩৯) লালখান বাজার মতিঝর্ণাস্থ বাসায় ৫০ হাজার টাকা যৌতুকের দাবিতে তাকে মারধর করেন স্বামী, এরপর ভাড়া বাসা থেকে চলে যায় তার স্বামী আনোয়ার।

এই ঘটনায় একই বছরের ১২ জুলাই আদালতে মামলা দায়ের করেন জাহেদা বেগম। ২০১৮ সালের ২৭ ফেব্রুয়ারি অভিযোগ গঠনের মধ্যদিয়ে বিচারকাজ শুরু হয় উক্ত মামলার।

গতকাল সোমবার রায় ঘোষণা করা হলে। এই বিষয়ে অ্যাড. মোঃ সালাহ উদ্দিন চৌধুরী রোকন বলেন, ১৯৮০ সালের যৌতুক বিরোধ আইনের ৪ ধারায় প্রদত্ত রায়ে আসামিকে সাজার পাশাপাশি জরিমানাও করা হয়েছে।

মামলাটি প্রমাণ করতে রাষ্ট্রপক্ষ মোট ৩ জন সাক্ষীকে আদালতে উপস্থাপন করেন। সাজা প্রদানের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

দৈনিক নব দেশ বার্তা / আদালত 

নিউজটি শেয়ার করুনঃ