রংপুর মেট্রো পুলিশের অভিযানে ৩ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
রংপুর মেট্রো পুলিশের অভিযানে ৩ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
রংপুর জেলা প্রতিনিধিঃ
রংপুর মেট্রোপলিটন পরশুরাম থানা পুলিশ ৩ কেজি গাঁজাসহ মোঃ ইসমাইল হোসেন বাবু (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। সোমবার (৮আগস্ট) রাত ৯ টা ১০ মিনিটে পরশুরাম থানাধীন মামা ভাগ্নে মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ইসমাইল হোসেন লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দই খাওয়া (ভুটিয়া মংগল) গ্রামের মোঃ খলিলুর রহমানের ছেলে। মঙ্গলবার (৯আগস্ট) রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি এন্ড মিডিয়া) মোঃ সাজ্জাদ হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (পরশুরাম জোন) মোঃ সোহানুর রহমান সোহাগের দিক নির্দেশনায় ও সার্বিক তত্ত্বাবধানে, অফিসার ইনচার্জ (পরশুরাম থানা) মোঃ রবিউল ইসলামের অপারেশন পরিকল্পনায় ও এসআই (নিঃ) অনিক মাহমুদ, এসআই (নিঃ) মোস্তফা কামালের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরশুরাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
দৈনিক নব দেশ বার্তা / অপরাধ