ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও ঔষধ বিতরণ জাতীয় শোক দিবস উপলক্ষ্যে

গোপালগঞ্জ জেলা প্রতিনিধিঃ

১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে গোপালগঞ্জে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে। “স্বপ্ন ফেরিওয়াল” নামের একটি মানবিক সংগঠন এ ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে।

আজ শনিবার (১৩আগস্ট) সদর উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের সিলনা বাজারে এ ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন গোপালগঞ্জ সদর হাসপাতালের ডা: আসাদুজ্জামান লিমন, ডা: দ্বীপ নাগ, ডা: হাসিবুল ইসলাম, ডেন্টিস্ট ডা: কামাল হোসেন ৫ শতাধিক রোগীদের স্বাস্থ্যসেবা প্রদান করেন।

পরে স্বাস্থ্য সেবা পাওয়া রোগীদের ঔষধ দিয়ে সহয়োগিতা করেন নুর মেডিকেল হলের মালিক আব্দুর রহমান সুমন। মেডিকেল কলেজে সেবা প্রাপ্ত রোগিরা এ ক্যাম্পে সেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেন।

“স্বপ্ন ফেরিওয়াল” সংগঠনের প্রধান স্মনায়ক মিজানুর রহমান মানিক বলেন, “স্বপ্ন ফেরিওয়ালা” সব সময় মানুষের পাশে থেকে থাকার প্রত্যয় নিয়েই সৃষ্টি হয়েছে। এ ধরনের মানবিক কাযক্রম নিয়ে স্বপ্ন “ফেরিওয়ালা” সব সময় মানুষের পাশে থাকবে।

দৈনিক নব দেশ বার্তা / চিকিৎসা 

নিউজটি শেয়ার করুনঃ