রংপুরে অভিযাত্রিক সাহিত্য ও সংস্কৃতি সংসদ এর জাতীয় শোক দিবস পালিত

রিয়াজুল হক সাগর,রংপুর জেলা প্রতিনিধিঃ

অভিযাত্রিক সাহিত্য ও সংস্কৃতি সংসদ এর আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে অভিযাত্রিক সভাপতি রানা মাসুদের সভাপতিত্বে বঙ্গবন্ধু ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি অর্পন শেষে সংগঠন কার্যালয়ে বিশেষ সাহিত্য আসর অনুষ্ঠিত।

জাতীয় শোক দিবস উপলক্ষে স্বাধীনতার মহান স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদত বার্ষিকী পালন উপলক্ষে এবং আজ ১৫ আগস্ট নিহত সকল শহিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে।

অভিযাত্রিক সাহিত্য ও সংস্কৃতি সংসদের পক্ষ থেকে বঙ্গবন্ধু ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি অর্পন এবং পরে সংগঠন কার্যালয়ে এক বিশেষ সাহিত্য আসরের আয়োজন করা হয়।

অভিযাত্রিকের এ বিশেষ আসরে বঙ্গবন্ধুকে নিবেদিত ছড়া, কবিতা, প্রবন্ধ, নিবন্ধ পাঠ করা হয়। আসরে বঙ্গবন্ধু ও বাাংলাদেশ বিষয়ে আলোচনা করেন রানা মাসুদ, তৈয়বুর রহমান বাবু, সালমা সেতারা।

স্বরচিত লেখা পাঠ করেন জাহিদ হোসেন, রিতা সিদ্দিকী, রেজাউল করিম জীবন, রফিকুল ইসলাম রফিক, মারিয়া সুলতানা প্রমুখ।

পরিশেষে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে সভাপতি তার সমাপনী বক্তব্য দিয়ে এই বিশেষ সাহিত্য আসর সমাপ্ত করেন।

নিউজটি শেয়ার করুনঃ